Friday, May 23, 2025

প্রয়াত কিংবদন্তী ফুটবলার তুলসীদাস বলরাম, শোকপ্রকাশ মুখ‍্যমন্ত্রীর

Date:

Share post:

বৃহস্পতিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন ভারতীয় ফুটবলের অন্যতম দিকপাল তথা কিংবদন্তী ফুটবলার তুলসীদাস বলরাম। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭ বছর। দীর্ঘদিন ধরেই রোগে ভুগছিলেন তিনি। গুরুতর অসুস্থ অবস্থায় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন বলরাম। ভারতীয় ফুটবলের সোনালী যুগের অন্যতম কান্ডারি ছিলেন বলরাম।

তুলসীদাস বলরামের মৃত্যুতে শোক প্রকাশ করেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। শোকবার্তায় তিনি বলেন,”কিংবদন্তী-প্রতিম ফুটবলার তুলসীদাস বলরামের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর প্রয়াণে ইতিহাসের একটি অধ্যায় শেষ হয়ে গেল। ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের অন্যতম সেরা ফুটবলার তুলসীদাস বলরাম অলিম্পিক্সহ বহু আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। তিনি ইস্টবেঙ্গল ক্লাবের অধিনায়কও  হয়েছিলেন।পশ্চিমবঙ্গ সরকার তাঁকে  ২০১৩ সালে ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান করে। এছাড়া তিনি অর্জুনসহ অজস্র সম্মানে ভূষিত হয়েছেন। তাঁর প্রয়াণে ক্রীড়া জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি তুলসীদাস বলরামের পরিবার-পরিজন ও  অনুরাগীদের  আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

হুগলির উত্তরপাড়ায় ভাইঝি, ভাইপোদের দেখাশোনায় থাকতেন বলরাম। লিভারের অসুখে দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। এর আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সম্প্রতি বলরামকে দেখতে হাসপাতালে যান রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস।

ক্লাব ফুটবলে ইস্টবেঙ্গলের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেন তিনি। কেরিয়ার ছিল সোনায় মোড়া। ভারতীয় দলের হয়ে অলিম্পিক দলেও ছিলেন তিনি।

আরও পড়ুন:আইসিসির টেস্ট র‍্যাঙ্কিং-এ বদল, শীর্ষে অস্ট্রেলিয়া, দ্বিতীয় ভারত

 

 

spot_img

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

আজ পেট্রোল-ডিজেলের দাম২৩ মে (শুক্রবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকাদিল্লিতে...

টোকিওতে অবহেলায় রাসবিহারীর সমাধি! দুঃখিত অভিষেক, ভারতীয় দূতাবাসের দৃষ্টি আকর্ষণ

পাকিস্তানের মুখোশ খুলতে বিশ্বের দরবারে ভারতের সাংসদের প্রতিনিধিদল। রয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

রাস্তা আটকে কর্মসূচি নয়, চাকরিহারাদের সেন্ট্রাল পার্কে সরে যাওয়ার নির্দেশ আদালতের

বিকাশ ভবনের সামনের রাস্তায় বসে কোনও কর্মসূচি করা যাবে না। এসএসসির (School Service Commission) চাকরিহারাদের নির্দেশ দিল কলকাতা...

টোকিওতে প্রয়াত বিচারপতি রাধাবিনোদ পালের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

সন্ত্রাসবাদে মদতকারী পাকিস্তানের মুখোশ খুলতে বিশ্ব দরবারে ভারতের প্রতিনিধিরা। সেই দলে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...