দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে অনন্য নজির গড়লেন রোহিত, ছুঁয়ে ফেললেন ধোনি এবং বাবর আজমকে

ভারতের অধিনায়ক হিসাবে প্রথম চারটি টেস্ট ম্যাচেই জয় পেলেন রোহিত।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জয় পায় ভারতীয় দল। জয়ের ফলে অনন্য নজির গড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মারা। ছুঁয়ে ফেললেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ও পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে। ভারতের অধিনায়ক হিসাবে প্রথম চারটি টেস্ট ম্যাচেই জয় পেলেন রোহিত।

টেস্ট ক্রিকেটে গত ৫০ বছরে, শুধু মাত্র ধোনি, বাবর ও রোহিত অধিনায়ক হিসেবে নিজেদের প্রথম চারটি টেস্ট জিতেছেন। গতবছর রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত ২-০ ফলে হারায় শ্রীলঙ্কাকে। চলতি বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম দুই টেস্টেই অস্ট্রেলিয়াকে হারিয়েছে রোহিতের টিম ইন্ডিয়া। প্রথম এই কৃতিত্ব গড়েছিলেন ভারতের প্রাক্তন মহেন্দ্র সিং ধোনি।

২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হয় ধোনির। সেই টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হারায় ভারত। এরপর সেই বছরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি টেস্টেই জয় পায় ভারত। আর সেই বছরের ডিসেম্বরে ইংল্যান্ডকে ছয় উইকেটে হারায় ধোনির ভারত।

অপরদিকে বাবর আজম গত বছরের পাকিস্তানের নেতৃত্বের দায়িত্ব নিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পায়। সেই সিরিজে প্রোটিয়াদের ২-০ ফলে হারায় পাকিস্তান। আর তারপর জিম্বাবওয়ের বিরুদ্ধে ২-০ ফলে হারায় বাবরের পাকিস্তান।

আরও পড়ুন:গোয়ায় আইএসএল ফাইনাল, টিকিট কাটা যাবে অনলাইন

 

 

 

Previous articleWeather Update: চলতি সপ্তাহেই ৫ ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা, কলকাতার পারদ কততে উঠবে?
Next articleফের স্পষ্ট বিজেপির দ্বিচারিতা, পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে জোরালো সওয়াল বিজেপি বিধায়কের