আবারও কোচ বদল মহামেডান স্পোর্টিং ক্লাবে। কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল আইলিগ জয়ী কোচ কিবু ভিকুনাকে। কোচ হিসেবে নিয়োগ করা হল কলকাতার তিন প্রধানেই খেলে যাওয়া মেহরাজউদ্দিনকে।

চলতি আইলিগে একেবারেই ব্যর্থ সাদা-কালো ব্রিগেড। রাশিয়ান কোচ আন্দ্রে চেরনিশভকে রেখেই এবার আইলিগ অভিযান শুরু করেছিল মহামেডান। তবে একের পর এক ম্যাচে হারের পর চাকরি যায় রাশিয়ান কোচের। তার জায়গায় আসেন কিবু। তবে কিবু কোচ আসার পরও সাফল্য পায়নি সাদা-কালো ব্রিগেড।
খেলা ছেড়ে দেওয়ার পরই কোচিং-এ আসেন মেহরাজ। আইএসএলে হায়দরাবাদ এফসির সহকারী কোচ ছিলেন তিনি। এছাড়াও আইলিগে সুদেবা এফসি এবং রিয়েল কাশ্মীরেও কোচিং করিয়েছেন মেহরাজ।

আরও পড়ুন:আইসিসি র্যাঙ্কিং-এ বিরাট সাফল্য রিচার, বড় লাফ রেণুকার
