পারিবারিক অনুষ্ঠান সেরে পিকআপ ভ্যানে করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মর্মান্তিকভাবে প্রাণ হারাল একই পরিবারের ১ শিশু-সহ ১১ জনের। গুরুতর আহত হয়েছেন ১০ জনেরও বেশি। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের বলৌদা বাজার-ভাটপাড়া জেলায়।
আরও পড়ুন:দুর্ঘটনা থেকে পথচারীদের রক্ষার্থে অভিনব উদ্যোগ হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের ওসির
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে খিলোড়া গ্রাম থেকে পারিবারিক অনুষ্ঠান সেরে অর্জুনিতে ফিরছিলেন ৩০ জনের একটি দল। কিন্তু মাঝরাস্তাতেই ঘটে গেল দুর্ঘটনা। পিকআপ ভ্যানটি ভাটপাড়া থানা এলাকার খমরিয়া গ্রামের কাছে আসতেই উল্টো দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিতে ধাক্কা মারে।সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে পিকআপ ভ্যানে থাকা যাত্রীদের মধ্যে ১১ জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। গুরুতর জখম হন দশ জনের বেশি। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কয়েক জনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় রায়পুরে স্থানান্তরিত করা হয়েছে।
