কেন্দ্রের কাছে তিন কোটি মানুষের ‘রেশনের’ দাবি মুখ্যমন্ত্রীর

খাদ্য সুরক্ষা প্রকল্পে রাজ্য সরকার তিনকোটি মানুষকে বিনামূল্যে চাল দিচ্ছে। তার জন্য রাজ্যের যে মোটা টাকা ব্যয় হচ্ছে তা মিটিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার এই রাজ্য থেকে যে পরিমাণ রাজস্ব তুলে নিয়ে যায় তা থেকেই এই অর্থ মিটিয়ে দেওয়ার কথা বলেন তিনি। চলতি অর্থ বছরে এখনও পর্যন্ত কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ৬১ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এক কোটি ৮৬ লক্ষ ভূয়ো রেশন কার্ড বাতিল করা হয়েছে বলেও জানান মমতা।

বৃহস্পতিবার বিকেলে বিধানসভায় (Assembly) পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বিধানসভার অন্দরে তখন খাদ্য ও সরবরাহ দফতরের জবাবি ভাষণ দিচ্ছিলেন মন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)। সেই সময় অধিবেশন কক্ষে ঢোকেন মমতা। মন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Bandopadhyay) জানতে চান, মুখ্যমন্ত্রী কিছু সংযোজন করতে চান কি না। সেই সময় খাদ্য ও রেশনিং ব্যবস্থা নিয়ে মুখ খোলেন মমতা। অতীতের সঙ্গে বর্তমানের রেশনিং ব্যবস্থার ফারাকের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘আগে অনেকে রেশন তুলে নিত। এক কোটি ৮৬ ভুয়ো নাম ছিল সিপিএম আমলে। আমরা বাদ দিয়েছি। আমাদের এখন রেশন কার্ড পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। আর যাঁরা রেশন নেন, তাঁদের আলাদা করে কার্ড দেওয়া হয়েছে।’ তাঁর সংযোজন, ‘গণতন্ত্রে সবাই সবার কাছে গ্রহণযোগ্য হবে, তার কোনও মানে নেই।’ সঙ্গে তাঁর আরও সংযোজন, ‘আমাকে পলিটিক্যালি গবেট কেউ ভাবতে পারেন। আমার কিছু করার নেই।’

আরও পড়ুন:বিজ্ঞাপনে অকারণে হোলিকে জড়িয়ে বি*তর্কে ভারত ম্যাট্রিমনি !

 

Previous articleতৃতীয় টেস্টে কেন বসানো হয়েছিল শামিকে? মুখ খুললেন ভারতীয় দলের বোলিং কোচ
Next article“আলু পোস্ত, পোস্তর বড়া খান না?” এবার পোস্ত চাষ নিয়ে বিজেপিকে খোঁচা মুখ্যমন্ত্রীর