ISF-এর অভব্যতা নিয়ে সরব শওকত, দায়িত্ব নিয়েই শুরু সংগঠন মজবুত করার কাজ

ISF -এর অভব্যতা নিয়ে সরব তৃণমূল বিধায়ক শওকত মোল্লা (Saokat Molla)। পাশাপাশি, দায়িত্ব পাওয়ার পরেই ভাঙড়ের সংগঠন মজবুত করার কাজে নেমে পড়েন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। সোমবার বিধানসভায় (Assembly) আরাবুল ইসলাম ও ডা: রেজাউল করিমকে নিয়ে বৈঠক করলেন। সেখানেই সিদ্ধান্ত হয়, ভাঙড় (Bhangar) ১ ও ২ একাধিক সাংগঠনিক কমিটি তৈরি করা হবে। অঞ্চল কমিটি, বুথ কমিটি, বিধানসভা কমিটি তৈরি করে কাজে নামবে দল। পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের (TMC) সাংগঠনিক কাঠামোকে আরও শক্তপোক্ত করাই এখন প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যেই সকলকে নিয়ে পথ চলবেন বলে সোমবার, বিধানসভায় দাঁড়িয়ে জানালেন শওকত মোল্লা। একই সঙ্গে রাজনৈতিকভাবে নওশাদ সিদ্দিকির ভাইয়ে অভব্যতার জবাব দেওয়া হবে বলে জানান তৃণমূল বিধায়ক।

পাশাপাশি, শওকত মোল্লা বলেন, রবিবার ফুরফুরা শরিফে ত্বহা সিদ্দিকির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। অভিযোগ, পরে প্রার্থনার সময় কয়েকটি ৮ থেকে ১০ বছরের শিশুকে দিয়ে লাগিয়ে চরম অভব্যতা করে আইএসএফ। বিধায়ক নৌশাদের ভাই হুমকি দেন। বলেন, তৃণমূলের কেউ এখানে প্রার্থনা করতে পারবে না। এর প্রতিবাদ সরব হন শওকত। তাঁর অভিযোগ, যে কোনও ধর্মীয় স্থানে যে কেউ যেতে পারে। এর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর ৩ টেয় ভাঙড়ের বোরোলি ঘাট থেকে ঘটকপুকুর পর্যন্ত মৌন মিছিল করবে তৃণমূল। দলের সর্বস্তরের নেতা-কর্মীরা মিছিলে পা মেলাবেন।

আরও পড়ুন:বি*তর্কিত ছবি পোস্ট, দেবশ্রীকে আইনি নোটিশ শোভনের

 

Previous articleবি*তর্কিত ছবি পোস্ট, দেবশ্রীকে আইনি নোটিশ শোভনের
Next articleযোগীরাজ্যে বাবাকে খু*নের পর টুকরো করে সুটকেসে ভরলো ছেলে