Wednesday, December 3, 2025

সিনেমার পাশাপাশি সিরিয়ালেও টাকা বিনিয়োগ অয়নের !

Date:

Share post:

সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিয়োগ দুর্নীতিতে একের পর এক তথ্য প্রকাশ্যে আসছে।ধৃত কুন্তল ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকে জেরা করে ইডির তদন্তকারীরা জানতে পেরেছেন, শুধুমাত্র সিনেমায় নয়, টিভি সিরিয়ালেও টাকা বিনিয়োগ করেছেন ধৃত অয়ন! এছাড়াও ইডির দাবি, বিভিন্ন প্রোডাকশন হাউসেরও আর্থিক ও বার্ষিক রিপোর্ট মিলেছে অয়নের সল্টলেকের বাড়িতে। কিন্তু প্রশ্ন, দুর্নীতির কালো টাকা সাদা করার জন্যেই কি সিনেমার পাশাপাশি সিরিয়ালেও বিনিয়োগ করেছিলেন ? এই সব প্রশ্নেরই উত্তর খুঁজছেন ইডি-র গোয়েন্দারা।

ইডি দাবি করেছে, অয়ন abs infozon pvt limited নামে একটি কোম্পানি খুলেছিলেন।  ২০২০ সালে ১০ সেপ্টেম্বর ‘মৌ’ নামে একটি টিভি সিরিয়ালে এই সংস্থা বিনিয়োগ করে।  সেই নথিও অয়নের বাড়ি থেকে উদ্ধার হয়েছে।এরই পাশাপাশি, ‘ইস্টার্ন ইন্ডিয়া motion picture অ্যাসোসিয়েশন’ এর ২০১৯-২০ বার্ষিক আর্থিক রিপোর্ট ও অ্যাকাউন্টের হিসাবের নথিও পেয়েছে ইডি। সিনে টেকনিশিয়ান ও ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার ফেডারেশনের প্রেসিডেন্ট / সেক্রেটারিকে লেখা চিঠি উদ্ধার হয়েছে অয়নের ফ্ল্যাট থেকে।এমনকি, কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘কাবাডি কাবাডি’ নামে যে সিনেমা তৈরি করার কথা ছিল, তার আউটডোরের জন্য পারমিশন কপি ও খরচের নথিও ইডি অয়নের ফ্ল্যাট থেকে পেয়েছে বলে দাবি করেছে।এছাড়া, ‘কাবাডি কাবাডি’ সিনেমার জন্য খরচের ড্রাফট এবং সিনেমার সারসংক্ষেপ ইডি-র হাতে এসেছে।

ইডি সূত্রে আরও জানা গিয়েছে, শুধুমাত্র সিনেমাতেই নয়, অয়নের প্রোডাকশন হাউস থেকে সিরিয়ালেও বিনিয়োগ করা হয়েছিল। আর এখানেই সন্দেহ গোয়েন্দাদের। একজন সামান্য প্রোমোটার থেকে রাতারাতি প্রোডাকশন হাউসের মালিক কীভাবে হয়েছিলেন অয়ন? এখনও পর্যন্ত অয়নের যে বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে ইডি, তার মধ্যে রয়েছে ফার্ম হাউস, পেট্রোল পাম্প, জমি, ফ্ল্যাট। কিন্তু, কীভাবে এত অল্প সময়ে এই বিপুল উত্থান, তার উত্তর খুঁজছেন গোয়েন্দারা।

 

 

spot_img

Related articles

বাংলার পুলিশের ডিএসপি পদে যোগ রিচা ঘোষের: নাম লেখালেন দীপ্তির পাশে

নিয়োগ পত্র আগেই পেয়েছিলেন। বুধবার পুলিশের উর্দি পরে দায়িত্বভার গ্রহণ করলেন রিচা ঘোষ। না, এটা ক্রিকেটের জার্সিতে উইকেট...

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান: নিহত ১২ জঙ্গি, প্রাণ গেল ৩ জওয়ানের

মাওবাদী দমনে বড়সড় সংঘর্ষ ছত্তিশগড়ে। সংঘর্ষে মাওবাদীদের মৃত্যু হলেও এবার প্রাণ গেল জওয়ানদের। বিজাপুরে (Bijapur) সংঘর্ষে প্রাণ হারালো...

হিসাবে কমছে দেশের বেকারত্ব! অভিষেকের প্রশ্নের জবাবে সংখ্যাতত্ত্ব পেশ কেন্দ্রের

জিডিপি-র অঙ্কে ভারত ক্রমশ উন্নতি করছে। জিডিপি বৃদ্ধির হারে রেকর্ড করে গত তিন মাসে প্রভূত উন্নতি হয়েছে দেশের,...