রামনবমীর মিছিলে অশান্তি, রাজ্যের কাছে রিপোর্ট তলব শাহের দফতরের

রামনবমীর(Ramnavami) মিছিলে হাওড়ায় অশান্তির ঘটনায় এবার রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক(Central Home Ministry)। মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিবের(Chief Secratary) কাছে অশান্তির বিস্তারিত রিপোর্ট চেয়েছে অমিত শাহের(Amit Shah) দফতর। কেন অশান্তির ঘটনায় পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা নেওয়া হয়নি সে বিসয়ে জানতে চাওয়া হয়েছে।

রামনবমীর মিছিল ঘিরে প্রথমে হাওড়ার পর দফায় দফায় অশান্তি ছড়ায় শিবপুর, ডালখোলা, রিষড়ায়। এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে চিঠি লেখেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে রাজ্য পুলিশের ভূমিকার সমালোচনা করা হয়েছে। হিংসার জন্য তিনি মূলত রাজ্যের পুলিশ প্রশাসনকে দায়ী করেছেন। সেই চিঠির প্রেক্ষিতেই রিপোর্ট তলব করা হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। যদিও এই গোটা ঘটনায় বিজেপির দিকেই শুরু থেকে অভিযোগের আঙুল তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, রামনবমীর মিছিল পুলিশের অনুমতি ছাড়াই বেআইনি ভাবে সংশ্লিষ্ট এলাকা দিয়ে নিয়ে যাওয়া হয়। এবং বন্দুক, বুলডোজার, আগ্নেয়াস্ত্র নিয়ে বাইরে থেকে লোক ভাড়া করে এনে এই মিছিল করে বিজেপি। যার জেরেই অশান্তি ছড়ায়।

Previous articleনিশীথ তদন্তে নথি দিচ্ছে না পুলিশ! আদালতে অভিযোগ সিবিআইয়ের
Next articleকলকাতার কোণায় কোণায় মিলবে স্যানি*টারি প্যাড, অভিনব উদ্যোগ কেএমসি-র!