হেফাজত থেকে পলাতক দুই জ.ঙ্গি! প্রশ্নের মুখে কাশ্মীর পুলিশ

জম্মু ও কাশ্মীরের বারামুলায় পুলিশি হেফাজত থেকে পালিয়ে গেল দুই জঙ্গি। একটি মদের দোকানে বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত ছিল ওই দুই লস্কর-ই-তৈবা জঙ্গি। জানা গিয়েছে পলাতক দুই জঙ্গির নাম মারুফ নাজির সোলেহ এবং শহিদ শওকত বালা। ইতিমধ্যেই জঙ্গিদের খোঁজে এলাকা জুড়ে তল্লাশি শুরু করেছে কাশ্মীর পুলিশ।

স্থানীয় পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে ওই দুই জঙ্গি পুলিশের হেফাজত থেকে পালিয়ে যায়। দু’জনের সঙ্গেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার যোগসূত্র পাওয়া গিয়েছে। গত বছর বারামুলা এলাকায় একটি মদের দোকানে বিস্ফোরণ ঘটে। তারপরেই পুলিশের হাতে ধরা পড়ে দুই জঙ্গি। মে মাস থেকেই তাদের কাশ্মীর পুলিশের হেফাজতে রাখা হয়। ১০ মাসের মধ্যেই হেফাজত থেকে পালাল তারা। পলাতক দুই জঙ্গিকে গ্রেফতার করতে ইতিমধ্যেই বারামুলা এবং উত্তর কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা জুড়ে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে।

 

Previous articleবালি খাদান থেকে রাজ্যের রাজস্ব একলাফে বাড়ল ৪০০ কোটি টাকা
Next articleজেলায় জেলায় হাসপাতাল ও স্কুল গড়ার পণ: অনুষ্ঠান মঞ্চে জানালেন অরিজিৎ