Friday, November 28, 2025

বিরোধীরা শুধুই ভাষণে, কামারহাটি সমবায় ভোটে নিরঙ্কুশ জয় তৃণমূলের

Date:

Share post:

ভাষণবাজিতেই সক্রিয় রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি। ফের একবার তা প্রমাণিত হল কামারহাটি পুরসভার(Kamarhati Municipalty) সমবায় নির্বাচনে। শুক্রবার নির্বাচন(Election) সম্পন্ন হয়েছিল কামারহাটি পুরসভার এমপ্লয়িজ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের নির্বাচন। শনিবার এই নির্বাচনের ফলপ্রকাশের পর দেখা গেল বিরোধীদের শূন্য করে তৃণমূল(TMC) সমর্থিত প্যানেলের ১২ জন প্রাথীই জয়লাভ করেছেন। তবে নির্বাচনে হারের পর চেনা সুরে শাসকদলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছে বিরোধীরা।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, পুরকর্মচারীদের নিয়ন্ত্রণের রাশ কার হাতে থাকবে তা এই সমবায়ের ভোটেই অনেকটাই নির্ভর করে। প্রায় ৫০০ জন পুরসভার কর্মী ভোটার এই নির্বাচনে ভোট দেন। ১২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন শাসক এবং বিরোধী দল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। নির্বাচনের ফলাফল প্রকাশের পর এদিন শাসকদলের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ তুলেছে সিপিএম এবং কংগ্রেস। কামারহাটির প্রাক্তন সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায় বলেন, এই কো-অপারেটিভ ফান্ডে প্রায় পাঁচ কোটি টাকা আছে। সেই টাকা লুঠ করার জন্যই পরিকল্পনা করে যাঁরা ভোট দিতে এসেছেন, তাঁদের ভয় দেখানো হয়। ভোটের নামে প্রহসন করা হয়। পাশাপাশি ভোটের দিন মানস মুখোপাধ্যায়কে হেনস্থা করারও অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে।

যদিও সিপিএমের অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়ে কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা বলেন, “সমবায়ের নির্বাচনে রাজনৈতিক দলের প্রার্থী বলে কিছু হয় না। সবাই পুরসভার কর্মী। মারধর এবং ভোট লুঠের অভিযোগ মিথ্যা। মানস মুখোপাধ্যায় পুরকর্মী নন। তাই তিনি ভিতরে ঢুকতে গেলে নিরাপত্তা কর্মীরা বাধা দিয়েছেন।”

spot_img

Related articles

মৃত ভোটার ছাড়ালো ১৫ লক্ষ, ডুপ্লিকেট ৫৮ হাজার! প্রকাশ্যে কমিশনের ত্রুটি

প্রতিটি নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধনী না হলেও সংশোধিত ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তার পরেও ঘটা...

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...

বছর শেষে মার্কিন বাণিজ্য চুক্তিতে ফয়সালা: তার আগেই ভারত সফরে পুতিন!

ভারতের উপর মার্কিন শুল্ক চাপানোর জন্য দায়ী ভারত-রাশিয়া সম্পর্ক, স্পষ্ট বিশ্বের সামনে রেখেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald...

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...