Wednesday, August 27, 2025

শুভ নববর্ষ: বাংলায় শুভেচ্ছা, রাজ্যপালের ভাষণে “জয় পশ্চিমবঙ্গ”! ‘জন রাজভবন’ কর্মসূচিতে বিতর্ক

Date:

Share post:

সরস্বতী পুজোর সন্ধেয় বাংলায় হাতেখড়ি হয়েছিল। আর বাংলা নববর্ষে বাঙালি লুকে বাংলায় শুভেচ্ছা জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। ২৬ জানুয়ারির সেই সন্ধেয় তাঁর ভাষণে ছিল “জয় বাংলা” ধ্বনি। তাই নিয়ে রাজ্য রাজনীতিতে জলঘোলা কম হয়নি! তারপরে কেটে গিয়েছে দুমাস। এবার আনন্দ বোসের গলায়, “জয় পশ্চিমবঙ্গ”।

বাংলা নববর্ষের প্রথম দিন থেকেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হল রাজভবনের (Rajbhaban) দরজা। কিন্তু সাধারণ মানুষ ঢুকতে পারেননি বলে তুমুল বিতর্ক দানা বেঁধেছে। জন রাজভবন কর্মসূচিতে হেরিটেজ ওয়ার্কে অংশ নিতে পয়লা বৈশাখের দিন দূর দূরান্ত থেকে অনেকেই সপরিবারে ভিড় করেছিলেন রাজভবনের দরজায়। এদিন সকাল সাড়ে ১০টা থেকে রাজভবনের দরজা খুলে দেওয়া হয়। কিন্তু পুলিশ কাউকেই ভেতরে ঢুকতে দেয়নি। যদিও ভিড় করা মানুষদের মধ্যে অনেকেরই দাবি তাঁরা রাজভবনের ওয়েবসাইট থেকে হেরিটেজ ওয়াকের জন্য নাম নথিভুক্ত করেছেন। কর্তব্যরত পুলিশকর্মীদের সেই সংক্রান্ত কনফার্মেশন এসএমএস দেখান অনেকে। কিন্তু পুলিশ মানতে চায়নি। তবে হেরিটেজ ওয়াক কর্মসূচি হয়েছে।

রাজভবনের তরফে জানানো হয়েছে, সেখানে যাঁরা হেঁটেছেন তাঁরা সকলেই আমন্ত্রিত। আগামী একমাস এই হেরিটেজ ওয়াক সম্পূর্ণ আমন্ত্রণমূলকই থাকবে। এর পরে সাধারণ মানুষ রাজভবন ভ্রমণের জন্য অনলাইনে আবেদন জানাতে পারবেন। প্রথমে বিনামূল্যে এবং পরে সামান্য কিছু অর্থের বিনিময়ে রাজভবনে প্রবেশাধিকার মিলবে। প্রশ্ন উঠছে সাধারণ মানুষই যদি প্রবেশ অধিকার না পান তবে জন রাজভবন কর্মসূচির অর্থ কী? কেনই বা নববর্ষের দিন থেকে সাধারণ মানুষ রাজভবনে ঢুকতে পারবেন বলে প্রচার করে হেনস্থা করা হল! সঙ্গতভাবেই এই প্রশ্নের কোনও জবাব নেই রাজভবন কর্তৃপক্ষের কাছে।

তবে, রাজ্যপাল তাঁর বাংলা ভাষণে বলেন, “শুভ নববর্ষ। আমি বাংলাকে ভালোবাসি, বাংলার মানুষকে ভালোবাসি।” ভাষণে রবীন্দ্রনাথ থেকে নেতাজি স্বামী বিবেকানন্দ কে শ্রদ্ধা জানান আনন্দ বোস। সত্যজিৎ রায়কে সম্মান জানান। “চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞাণ যেথায় মুক্ত।” এরপরেই রাজ্যপাল বলেন, “জয় পশ্চিমবঙ্গ। জয় হিন্দ।” তাঁর হাতেখড়ির দিন “জয় বাংলা” বলায় বিতর্ক হওয়াতেই এবার “জয় পশ্চিমবঙ্গ”! মত বিভিন্ন মহলের।

আরও পড়ুন- পূর্ব ভারতে প্রথম ক্যাড পদ্ধতিতে অলঙ্কার প্রশিক্ষণ কেন্দ্র ডোমজুড়ে

 

 

 

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...