কদিন পরেই জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা! কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড, জেনে নিন

চলতি বছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের অ্যাডমিট কার্ড (WBJEE 2023 Admit Card) প্রকাশিত হল। পরীক্ষা হবে OMR শিটেই।আগামী ৩০ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ধার্য করা হয়েছে। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in এই ঠিকানায় গিয়ে ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড।

আরও পড়ুন:ধূপগুড়িতে লাইনচ্যুত মালগাড়ি,অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা!

কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড? 

• প্রথমে wbjeeb.nic.in এই ওয়েবসাইটে যেতে হবে।
• এরপর WBJEE অপশনে ক্লিক করতে হবে।
• ডাউনলোড অ্যাডমিট কার্ড অপশনে ক্লিক করতে হবে।
• সেখানে পরীক্ষার্থীর অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ, সিকিউরিটি পিন দিয়ে সাইন ইন করতে হবে।
• এরপর পাওয়া যাবে অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশন পাওয়া যাবে।

ইঞ্জিনিয়ারিং থেকে ফার্মেসি এবং আর্কিটেকচারের মতো বিভিন্ন বিষয় নিয়ে পড়ার জন্য এই পরীক্ষার আয়োজন করে থাকে বোর্ড। একাধিক কলেজ ভর্তির মূল পরীক্ষা হল এই জয়েন্ট এন্ট্রান্স।

 

 

Previous articleধূপগুড়িতে লাইনচ্যুত মালগাড়ি,অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা!
Next articleশাহরুখ,কোহলি, অমিতাভ থেকে গেটসের টুইটার থেকে ভ্যানিশ ব্লু টিক!