কেকেআরের বিরুদ্ধে নামার আগে ধাক্কা চেন্নাই শিবিরে

এই নিয়ে চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং বলেন,"চোট পাওয়া জায়গায় আবার চোট লেগেছে স্টোকসের। তাই হয়তো আরও এক সপ্তাহ ওকে আমরা পাব না।

আগামিকাল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। তার আগে ধাক্কা সিএসকে শিবিরে। চোটের কারণে দলের গুরুত্বপূর্ণ বিদেশি অলরাউন্ডার বেন স্টোকসকে  আরও এক সপ্তাহ পাবেনা সিএসকে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগে গোড়ালিতে চোট পান স্টোকস। সেই চোট এখনও সারেনি তাঁর।

এই নিয়ে চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং বলেন,”চোট পাওয়া জায়গায় আবার চোট লেগেছে স্টোকসের। তাই হয়তো আরও এক সপ্তাহ ওকে আমরা পাব না। এটা দলের কাছে একটা চ্যালেঞ্জ। ওর ফাঁক ভরাট করার চেষ্টা করছি।”

এর পাশাপাশি ফ্লেমিং আরও বলেন,” আগে ও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুক। তারপরে প্রথম একাদশ নিয়ে ভাবব। এখন আমাদের প্রথম লক্ষ্য স্টোকসকে সুস্থ করে তোলা। অন্য কিছু ভাবছি না।”

আরও পড়ুন:এবারই কি শেষ আইপিএল ধোনির? বড় ইঙ্গিত দিলেন মাহি নিজেই

 

 

Previous articleসম্প্রীতির বার্তা: ইদের দিনেই মু.সলিমদের হাতে দুর্গা প্রতিমার বায়না!
Next articleতাপপ্রবাহের মা.রণ থাবা! ২০২২ সালে ইউরোপে রেকর্ড মৃ.ত্যু, প্রকাশ্যে চা.ঞ্চল্যকর রিপোর্ট