Friday, November 28, 2025

আজ ইডেনে গুজরাতে বিরুদ্ধে নামছে কেকেআর, লিগ টেবিলে উপরে উঠাই লক্ষ‍্য নীতীশদের

Date:

Share post:

শনিবার ইডেনে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ গুজরাত টাইটান্স। শেষ ম‍্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দুরন্ত জয় পায় নীতীশ রানার দল। এবার গুজরাতকে হারিয়ে লিগ টেবিলের উপরে উঠাই লক্ষ‍্য কলকাতার। চলতি আইপিএল-এ গুজরাতের সঙ্গে প্রথম সাক্ষাৎ-এ দুরন্ত জয় পেয়েছিল কেকেআর। সৌজন্যে রিঙ্কু সিং-এর ঝড়ো ইনিংস। এবারও তার পুনরাবৃত্তি হবে কিনা তা সময় বলবে। তবে কলকাতার ব্যাটিং বিভাগও যথেষ্ট ছন্দে রয়েছে।

জেসন রয়ের দুর্দান্ত ফর্ম নিঃসন্দেহে বড় ফ্যাক্টর হবে নাইটদের জন্য। তবে বোলিং বিভাগ নিয়ে চিন্তা থাকবে নাইটদের। আরসিবির বিরুদ্ধে দুর্দান্ত কামব্যাক হলেও কেকেআরের বোলিং সেভাবে ফর্মে নেই। গুজরাত ম‍্যাচে উমেশ যাদব ও শার্দুল ঠাকুরকে বাড়তি দায়িত্ব নিতে হবে। সুয়াস শর্মা ও বরুণ চক্রবর্তীর স্পিন, সঙ্গে সুনীল নারীন ও আন্দ্রে রাসেলকেও দায়িত্ব নিতে হবে।

তবে গুজরাতের বিরুদ্ধে ম্যাচে বড় সমস্যা হতে পারে বৃষ্টি। ম্যাচ ভেস্তে গেলে সমস্যা বাড়বে কেকেআর-এর। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতার ক্ষেত্রে ঝড়ো হাওয়া হতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। ২৯ এপ্রিল থেকে ৩ মে, ২০২৩ এর মধ্যে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা ছিল। যদিও সেই ম্যাচ চলাকালীন ঝড়-বৃষ্টি হয়নি। নির্বিঘ্নেই শেষ হয় ম্যাচ। তবে এবার হার্দিক পান্ডিয়ার দলের বিরুদ্ধে কেকেআর-এর ম্যাচে ঝড়-বৃষ্টি হয় কিনা সেটাই এখন দেখার।

আরও পড়ুন:আন্দোলনকারী কুস্তিগিরদের সঙ্গে দেখা করলেন প্রিয়াঙ্কা গান্ধী, দিল্লি পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ বজরং-এর

 

spot_img

Related articles

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...

বিচারক নিয়োগ নিয়ে PSC-র বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাই কোর্টে

বিচারক নিয়োগে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র জুডিশিয়াল সার্ভিস (Judicial Service) পরীক্ষার জন্যে জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে...

ইচ্ছে মতো নয়, সেমিস্টার পিছু ফি বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

সেমিস্টারের নামে অতিরিক্ত ফি (Fee) নেওয়াতে রাশ টানতে নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Council Of Higher Secondary...