কালিয়াগঞ্জে কংগ্রেসের গোষ্ঠী.দ্বন্দ্ব! ধা.ক্কা খেলেন কৌস্তভ

নেতৃত্ব যতই চেষ্টা করুন না কেন কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব থামানো যাচ্ছে না। কালিয়াগঞ্জকাণ্ড নিয়ে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে সব বিরোধীরা। পিছিয়ে নেই কংগ্রেসও। শনিবার, কালিয়াগঞ্জ (Kaliyaganj) গিয়েছিলেন কংগ্রেসের (Congress) প্রতিনিধিরা। দলে ছিলেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীও (Kaustab Bangchi)। কিন্তু ফেরার পথে রাধিকাপুরে তাঁদের গাড়ি আটকে বিক্ষোভ দেখান কংগ্রেসের কর্মীরাই। স্থানীয় নেতা-কর্মীদের মধ্যেই ঝামেলা বেধে যায়। তারপরেই হাতাহাতি। ধাক্কা দেওয়া হয় কৌস্তভ বাগচীকে।

কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে কৌস্তভকে গ্রেফতার করা হয়। পরে জামিনে থেকে ছাড়া পান তিনি। চূড়ান্ত নাটক করে মাথা মুড়িয়ে ফেলেন তিনি। এখন মাথায় পাগড়ি পরে রীতিমতো রাজস্থানী কায়দায় মাথায় পাগড়ি পরে ঘুরছেন কৌস্তভ। তবে, এদিন দলীয় কর্মীদের হাতাহাতিতে পাগড়ি না কি গড়াগড়ি গিয়েছে।

আরও পড়ুন- কেজরিওয়ালের বাংলো সারাতে খরচ ৪৫ কোটি! তদন্তের নির্দেশ উপরাজ্যপালের

যতই বামেদের সঙ্গে হাত মিলিয়ে বাংলায় পায়ের তলায় মাটি ফিরে পেতে চেষ্টা করুক না কেন, কংগ্রেসের দলীয় কোন্দল যে থামার নয়- এই ঘটনা থেকেই তা স্পষ্ট।

 

 

Previous articleকেজরিওয়ালের বাংলো সারাতে খরচ ৪৫ কোটি! তদন্তের নির্দেশ উপরাজ্যপালের
Next articleআবারও বিস্ফোরক শাস্ত্রী, দল নির্বাচন নিয়ে মুখ খুললেন তিনি