বিরাট-গম্ভীর ঝামেলা, নিজেদের পকেট থেকে দিতে হচ্ছে না ম্যাচ ফি-র জরিমানা : সূত্র

এক ক্রীড়া ওয়েবসাইটের আরসিবির একটি সূত্র বলেছে, খেলোয়াড়রা তাদের দলের হয়ে খেলেন এবং দল তাদের যে কোনও জরিমানা পরিশোধ করে।

গত ১ মে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জয় পায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই ম‍্যাচ শেষে ঝামেলায় জড়ান বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর। এরপরই আইপিএল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের উভয়ের উপর বড় অঙ্কের জরিমানাও করে ছিল। তাদের দুজনের উপরে ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করা হয়। আর জানা যাচ্ছে ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানার টাকা দিতে হবে না বিরাট-গম্ভীরকে। সেই জরিমানার টাকা দেবে ফ্র্যাঞ্চাইজি।

এক ক্রীড়া ওয়েবসাইটের আরসিবির একটি সূত্র বলেছে, খেলোয়াড়রা তাদের দলের হয়ে খেলেন এবং দল তাদের যে কোনও জরিমানা পরিশোধ করে। এখন এর মানে হল বিরাটের জরিমানা তাঁর পকেট থেকে নয়, আরসিবির টিম ম্যানেজমেন্টের পকেট থেকে যাবে। কোহলির জরিমানা দেবে আরসিবি। আর এটা শুধু কোহলির জন্য নয়। ফ্র্যাঞ্চাইজি পুরো লিগ জুড়ে তার খেলোয়াড়দের জন্য জরিমানা দিয়ে থাকে।”

আরও পড়ুন:‘সব পদক নিয়ে নিন’, দিল্লি পুলিশের ব্যবহারের পর বললেন ক্ষুব্ধ আন্দলনকারী কুস্তিগিররা

 

Previous articleমে মাসের দ্বিতীয় সপ্তাহেই শিক্ষক নিয়োগ শুরু রাজ্যে!
Next articleমণিপুরে থামছে না হিং.সা, টুইটে উ.দ্বেগ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের!