বৈশাখের অস্বস্তিকর গরম তো দূর! আবহাওয়ার খামখেয়ালিপনায় রাজধানীতে তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রিতে। সকাল থেকেই অনুভূত হচ্ছে শীত। বলা ভাল,মে মাসে রাজধানীতে গায়েব গরম উলটে অনুভূত হচ্ছে শীতের আমেজ।মৌসম ভবন বলছে, ১৯৮২ সালের ২মে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। তার পর ২০২৩ সালে ৪ মে সেই তাপমাত্রা হয়েছে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা গত ৪১ বছরে সর্বনিম্ন।
আরও পড়ুন:‘দুর্নীতিগ্রস্ত’ পঞ্চায়েত প্রধান! কনভয় থামিয়ে দলীয় কর্মীদের অভিযোগ শুনলেন অভিষেক
গত কয়েকদিন ভারী বৃষ্টিতে ভিজেছে রাজধানীর রাজপথ। আর তাতেই গরমের স্বস্তি থেকে রেহাই মিলেছে দিল্লিবাসীর।তবে যে সে স্বস্তি নয়। ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছিল। দৃশ্যমানতা অনেকটাই নেমে যায়। তার সঙ্গে সকালে হালকা বৃষ্টিও হয়েছে। ৩০ মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে। এপ্রিলে ২০ মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছিল। যা ২০১৭ সালের পর থেকে সবচেয়ে বেশি। তাপমাত্রা এতটাই নেমেছে যে শীতের আমেজ অনুভূত হচ্ছে।এমনকি বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছিল। দৃশ্যমানতা অনেকটাই নেমে যায়। তার সঙ্গে সকালে হালকা বৃষ্টিও হয়েছে। ৩০ মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে। এপ্রিলে ২০ মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছিল। যা ২০১৭ সালের পর থেকে সবচেয়ে বেশি। পশ্চিমী ঝঞ্ঝার কারণে রবি, সোম এবং মঙ্গলবার টানা বৃষ্টি এবং মেঘলা আবহাওয়ার কারণে স্বাভাবিকের থেকে তাপমাত্রা ১০ ডিগ্রি নীচে নেমে গিয়েছে। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, সোমবার ২৬.২ ডিগ্রি, মঙ্গলবার ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস।
