সাতসকালেই কারখানায় দাউদাউ করে জ্বলছে আ*গুন! ঘটনাস্থলে দমকল

সাতসকালেই ডানকুনির প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। কারখানায় দাউদাউ করে জ্বলছে আগুন। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। আপাতত দমকলের সাতটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে।

আরও পড়ুন:বাঙালি ভাবাবেগে শান দিতে রবীন্দ্রজয়ন্তীকে বেছে নিলেন অমিত শাহ, রাতেই পা রাখবেন শহরে

ডানকুনি এলাকায় ওই কারখানায় প্লাস্টিকের যাবতীয় দ্রব্য তৈরি করা হয়। ভোর ৪টে নাগাদ ওই কারখানায় আগুন লাগে বলে স্থানীয় বাসিন্দারা জানান। তাঁরাই খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডানকুনি থানার পুলিশ। আসে দমকল বাহিনী। প্রথমে দমকলের পাঁচটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। কিন্তু তাদের ৪ ঘণ্টার চেষ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি আগুন। পরে দমকলের আরও ২ টি ইঞ্জিন আনা হয় ঘটনাস্থলে। এখনও চলছে আগুন নেভানোর কাজ।



ওই কারখানায় কাজ করেন প্রায় ১০০ জন শ্রমিক। সকালে কাজ করতে এসে তাঁরা দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে কারখানার ভিতরে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে খবর। দমকল সূত্রে জানা গিয়েছে, কারখানার ভিতর মজুত রয়েছে প্রচুর দাহ্য পদার্থ। এর জেরেই আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকে। আগুনও ছড়িয়েও পড়ছে দ্রুত। কিন্তু কী থেকে এই আগুন লেগেছে তা এখনও জানা সম্ভব হয়নি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে দমকল।

 

 

Previous articleবাঙালি ভাবাবেগে শান দিতে রবীন্দ্রজয়ন্তীকে বেছে নিলেন অমিত শাহ, রাতেই পা রাখবেন শহরে
Next articleআসানসোল আদালতে হাজিরা গরুপাচার কাণ্ডে অভিযুক্ত আব্দুল লতিফের