ক্রিকেটের এই দুই জিনিস জীবনের শেষ মুহূর্ত পযর্ন্ত মনে রাখতে চান গাভাস্কর

গাভাস্কর বলেন,ক্রিকেট নিয়ে আমার জীবনের শেষ দুটি ইচ্ছা হল, কপিল দেবের ১৯৮৩ সালে বিশ্বকাপ তুলে ধরার মুহূর্ত

রবিবার চিপকে আইপিএল-এ গ্রুপ পর্যায়ে শেষ ম্যাচে নেমেছিল চেন্নাই সুপার কিংস। সেই ম‍্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৬ উইকেটে হারে মহেন্দ্র সিং ধোনির দল। তবে এই ম‍্যাচ দেখতে চিপকে ছিল সমর্থকদের ঢল। উৎসাহ ছিল তুঙ্গে। গ্রুপ পর্যায়ে ঘরের মাঠে শেষ ম‍্যাচ থাকায় দর্শকদের ধন্যবাদ জানাতে অভিনব পন্থা নেয় চেন্নাই দল। আর সেই সময় ঘটে এক সুন্দর মুহূর্ত। হঠাৎই সুনীল গাভাস্করকে দেখা যায় ধোনির দিকে ছুটে যেতে। হাতে একটি মার্কার পেন। ধোনির জার্সিতে গিয়ে সই করেন তিনি। ধোনিও পাল্টা গাভাস্করে জামায় ‘মাহি’ লেখেন। যা রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কেন ধোনির কাছে অটোগ্রাফ নিয়েছিলেন গাভাস্কর, সেই নিয়ে মুখ খুললেন তিনি। আর কথা বলতে গিয়ে নিজের মনে কথা জানালেন গাভাস্কর। যা তিনি জীবনের শেষ দিন পর্যন্ত উপভোগ করতে চান।

গাভাস্কর বলেন,”ধোনি ভারতীয় ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন। তাই তাঁর থেকে এই অটোগ্রাফ নেওয়াটা আমার কাছে আবেগঘন একটি মুহূর্ত ছিল। ক্রিকেট নিয়ে আমার জীবনের শেষ দুটি ইচ্ছা হল, কপিল দেবের ১৯৮৩ সালে বিশ্বকাপ তুলে ধরার মুহূর্ত এবং মহেন্দ্র সিং ধোনির ২০১১ বিশ্বকাপের ফাইনালে ছয় মারার মুহূর্ত, এই দুই দৃশ্য আবার দেখা।” আর এই বলে আবেগে ভেসে যান সুনীল গাভাস্কর।

আরও পড়ুন:ভাঙা হাত নিয়ে আইপিএল-এ পরাফর্ম চিয়ারলিডারের, নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়

 

 

Previous articleপুলিশ পেটা.লে রেয়াত নয়: বিরোধীদের বিরুদ্ধে উস্কা.নির অভিযোগ তুলে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Next articleআদানি গোষ্ঠীর তদ*ন্ত নিয়ে ভিন্ন মত সেবি ও অর্থমন্ত্রকের, মোদিকে তো*প বিরোধীদের