উত্তর সিকিমে ধস! আটকে পড়া ৫০০ পর্যটককে উদ্ধার করল সেনাবাহিনী

ভয়াবহ ধসের কারণে ফের বিপর্যয় সিকিমে। গত কয়েকদিন ধরে বৃষ্টির ফলে উত্তর সিকিমের এ লাচেন, লাচুং এবং চুংথাং-এ ধস নামে। যার ফলে প্রায় ৫০০ পর্যটক চুংথাং এ আটকে পড়েছিলেন। সেই আটকে পড়া পর্যটকদের উদ্ধার করল সেনা।

গত দু’তিন দিন ধরে উত্তর সিকিমের বিভিন্ন এলাকায় বৃষ্টি চলছে। জানা গিয়েছে, শুক্রবার সকালে প্রবল বর্ষনের কারণে ধস নামে উত্তর সিকিমের চুংথাং এলাকায়। ধসের কারণে অবরুদ্ধ হয়ে পড়ে মূল সড়কটি। এই পাহাড়িপথে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল। এরফলে আটকে পড়ে লাচুং ও লাচেনে ঘুরতে আসা শয়ে শয়ে পর্যটক বোঝাই গাড়ি। সংশ্লিষ্ট জেলাপ্রশাসনের অনুরোধে পর্যটকদের উদ্ধারে এগিয়ে আসে ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পসের জওয়ানরা। সেখান থেকে উদ্ধার করা হয় ৫০০ দেশ বিদেশের পর্যটককে। তাঁদের মধ্যে রয়েছেন ২১৬ জন পুরুষ, ১১৩ জন মহিলা এবং ৫৪ শিশু।

সেনার তরফে জানানো হয়েছে, পর্যটকদের উদ্ধার করে তাঁদের প্রয়োজনীয় খাদ্য, পানীয় এবং শীত বস্ত্রের ব্যবস্থা করা হয়। শিবিরে প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা রয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন সূত্রে খবর, যুদ্ধকালীন তৎপরতায় চুংথাং-এর রাস্তা থেকে ধস সরানোর কাজ চলছে।

আরও পড়ুন- বিশেষ কারণ ছাড়া হাজিরা বাধ্যতামূলক! কর্মবিরতিতে কাজ স্বাভাবিক রাখতে নির্দেশিকা নবান্নের

Previous articleসিদ্দার শপথ যেন বিরোধী জোটের মঞ্চ, ৬ মুখ্যমন্ত্রী সহ হাজির একাধিক বিরোধী মুখ
Next articleঅরিজিতের গান শুনে আতঙ্কে কেঁদে ফেলেছিলাম! একি বললেন অনুরাধা পড়োয়াল?