ফুটবল ম্যাচ চলাকালীন ভয়াবহ দু.র্ঘটনা, মৃ.ত্যু হল অন্তত ১২ জনের

প্রাথমিকভাবে জানা গিয়েছে, স্টেডিয়ামের আসন সংখ্যার তুলনায় অনেক বেশি দর্শক ঢুকে পড়েছিলেন। তবে সেই কারণেই স্টেডিয়াম ভেঙে পড়েছে কিনা তা অবশ্য এখনও পরিষ্কার নয়।

ফুটবল ম্যাচ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা। স্টেডিয়াম ভেঙে মৃত্যু হল অন্তত ১২ জনের। আহত হয়েছেন ৫০০ জনেরও বেশি, তাঁদের মধ্যে ১০০ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে এল সালভাদোরে। এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। শনিবার স্থানীয় একটি টুর্নামেন্টের খেলা দেখতে গিয়েই ঘটে এই বিপত্তি।

এই নিয়ে স্থানীয় এক পুলিশ আধিকারিক মরিশিও আরিয়াজা বলেন, ফুটবল ম্যাচ চলাকালীন আচমকাই স্টেডিয়ামের একটি অংশ ভেঙে পড়ে। ভয় পেয়ে স্টেডিয়াম ছেড়ে পালাতে গিয়ে পদপিষ্ট হন অনেকেই। উপস্থিত পুলিশের তৎপরপতায় সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজ শুরু হয়। ঘটনাস্থলেই নয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়। অন্তত ৫০০ জনকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা চলাকালীন আরও তিনজনের মৃত্যু হয়।প্রাথমিকভাবে জানা গিয়েছে, স্টেডিয়ামের আসন সংখ্যার তুলনায় অনেক বেশি দর্শক ঢুকে পড়েছিলেন। তবে সেই কারণেই স্টেডিয়াম ভেঙে পড়েছে কিনা তা অবশ্য এখনও পরিষ্কার নয়।

আরও পড়ুন:কোহলি-গম্ভীর বিতর্কের আঁচ গিয়ে পড়ল ইডেনে, গৌতমকে দেখে বিরাট বিরাট স্লোগান

 

Previous articleঅ-বিজেপিদের কাছে সংসদে দিল্লি-বিলের বিরোধিতার আবেদন কেজরিওয়ালের, পাশে আছি: বার্তা নীতীশের
Next articleসিরিয়াল থেকে সরে গেলেন ‘মিঠাই’, সৌমিতৃষার সিদ্ধান্তে চিন্তায় ফ্যানেরা