Thursday, January 1, 2026

বেআইনি বাজি নিয়ে বৈঠকে ডিজির ক্ষোভের মুখে পুলিশ সুপাররা

Date:

Share post:

বেআইনি বাজি কারবার নিয়ে এবার রাজ্যের পুলিশ আধিকারিকদের ক্ষোভের  মুখে পুলিশ সুপাররা।মঙ্গলবার রাজ্যের পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের নিয়ে বৈঠকে বসেন এডিজি আইনশৃঙ্খলা ও রাজ্য পুলিশের ডিজি। সেখানেই পুলিশ সুপারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পুলিশ আধিকারিকরা।

নবান্নের বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন বিভিন্ন জেলার পুলিশ সুপার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বৈঠকে রাজ্যের ডিজি মালবিয়ার কড়া প্রশ্নের মুখে পড়েন একাধিক পুলিশ সুপার। তাঁদেরকে জানতে চাওয়া হয়েছে, কেন বেআইনি বাজির কারখানা সংক্রান্ত খবরাখবর জেলার গোয়েন্দাদের কাছে থাকছে না?

এদিন বৈঠকে মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার পুলিশ সুপারদের তাঁদের দায়িত্ব এবং কর্তব্যের কথা স্মরণ করিয়ে সতর্ক করা হয়েছে বলে সূত্রের খবর। এমনকি, বেশ কয়েক জন পুলিশ সুপারের ভূমিকা নিয়ে ক্ষোভও প্রকাশ করেন ডিজি। ওই সুপারদের সঙ্গে কথা বলার সময় উদ্ধার হওয়া বেআইনি আতশবাজির পরিমাণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন মালবিয়া।

বৈঠকে জেলার পুলিশ সুপারদের বিশেষ নির্দেশ দিয়ে বলা হয়েছে, তাঁরা যেন জেলার গোয়েন্দা বিভাগকে সক্রিয় করেন। একই সঙ্গে বেআইনি আতশবাজি কতটা উদ্ধার করা সম্ভব হয়েছে, তার তালিকা লিখিত ভাবে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এসপিদের। এ ছাড়া বেআইনি বাজি ব্যবসার সঙ্গে যুক্ত কত জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তাও জানাতে বলা হয়েছে রাজ্য পুলিশ প্রশাসনের তরফে।

spot_img

Related articles

মুস্তাফিজুরকে দলে নিয়ে বেইমান শাহরুখ! বাদশাকে খুনের হুমকি বিজেপি নেতার

বিজেপি নেতার হুমকির মুখে শাহরুখ খান(Shah Rukh Khan )।  আইপিএল নিলামে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে নাইটরা। ...

বর্ষবরণের রাতে রায়গঞ্জে নিহত তৃণমূল নেতা, গ্রেফতার ২

বর্ষবরণের রাতে প্রাণ হারালেন তৃণমূল নেতা (TMC Leader)। গুলি বিদ্ধ হয়ে প্রাণ হারালেন উত্তর দিনাজপুরের জেলা তৃণমূলের সহ-সভাপতি...

প্রশ্ন করায় অশ্রাব্য গালিগালাজ কৈলাসের! সাংবাদিককের সাহসের প্রশংসা অভিষেকের

দেশের সবথেকে পরিছন্ন শহরের তকমা পাওয়া ইন্দোরেই নোংরা পানীয় জল খেয়ে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারকে...

SIR শুনানি আতঙ্ক অব্যাহত: নতুন বছরের শুরুতেই গেল দুই প্রাণ

দেশের নাগরিক হয়েও প্রমাণ করতে হচ্ছে নাগরিকত্ব। দিন আনা দিন খাওয়া বাংলার মানুষের উপর কেন্দ্রের সরকারের চাপ অব্যাহত।...