এবার হাজরা মোড়ে সভা তৃণমূলপন্থী রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের

এবার হাজরা মোড়ে সভা তৃণমূলপন্থী (TMC) রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। কেন্দ্রের হারে ডিএ-এর দাবিতে গত কয়েক মাস ধরে রাজ্যে সরকারি কর্মচারীদের একাংশের যৌথ মঞ্চে ধারাবাহিক আন্দোলন করে চলেছে। এর জেরে ব্যাহত হচ্ছে সরকারি কাজ। এমনকী, মুখ্যমন্ত্রীর পাড়াতেই মিছিল-সভা করে তারা। এবার, সরকারি কর্মীরা রাজ্যে সরকারের পাশে আছে বলে বার্তা দিতে সভা করতে তৃণমূল কর্মচারী ফেডারেশন। আগামী শনিবার, ৩ জুন এই সভা হবে। উপস্থিত থাকবেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম (Firahad Hakim), মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas), মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu), মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী শশী পাঁজা এবং তৃণমূল কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান তথা মন্ত্রী মানস ভুঁইয়া।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েকের কথায় তাঁরা কোনও বিরোধী সংগঠনের পাল্টা সভা করছেন না। রাজ্য সরকারি কর্মচারীরা যে সরকারের পাশেই আছেন, সেই বার্তা দিতেই এই সভা।

আরও পড়ুন- পূর্ব মেদিনীপুরের ২টি প্রাকৃতিক পর্যটনস্থলকে ‘বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট’-এর তকমা

 

Previous articleমোদি মডেল! গুজরাটে ১৫৭ টি স্কুলে দশম শ্রেণীর পরীক্ষায় সবাই ফেল
Next articleচলবে মেরামতির কাজ! শেওড়াফুলি-তারকেশ্বর লাইনে টানা ১৪ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল