খেলো ইন্ডিয়া-তে বাংলায় সেরা অ্যাডামাস ইউনিভার্সিটি

‘খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে’ নয়টি পদক (Medal) জয় করল অ্যাডামাস ইউনিভার্সিটি (Adamas University)। এর মধ্যে তিনটি সোনা (Gold), তিনটি রুপো (Silver) এবং তিনটি ব্রোঞ্জ (Bronze) মেডেল রয়েছে। বাংলায় তারা প্রথম হয়েছে। পূর্ব ভারতের মধ্যে দ্বিতীয়। তাদের আগে রয়েছে কলিঙ্গ ইউনিভার্সিটি। তাদের স্বর্ণপদক সংখ্যা ৫। আর সারা ভারতের মধ্যে অ্যাডামাস ইউনিভার্সিটি রয়েছে ২৩তম স্থানে।

গত তিন বছরের মূল্যায়নে এবার সেরা পারফরম্যান্স করেছে অ্যাডামাস ইউনিভার্সিটি। প্রথম বছর তাদের স্থান ছিল ৮৮তম। একটাই মাত্র পদক ছিল সেবার। তার পরের বছর সাতটা পদক। পঞ্চাশের ঘরে উঠে আসে তারা। তবে সে বছর কোনও স্বর্ণপদক ছিল না। কিন্তু এবার তিনটে স্বর্ণপদক পেয়ে নিজেদের ব়্যাঙ্ক পদক তালিকার অনেকটাই উপরে তুলে আনতে পেরেছে অ্যাডামাস। তবে, আরেকটু ভালো ফল করা যেতে বলে জানাচ্ছে তারা। কিন্তু তাদের ভালো খেলোয়াড়রা এই ‘খেলো ইন্ডিয়া’ প্রতিযোগিতার আগেই রেল-সহ বিভিন্ন সরকারি সংস্থায় চাকরি পেয়ে যান। ফলে নিয়মের বেড়াজালে তাঁরা আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেননি। সেই খেলোয়াড়রা থাকলে পদক তারিকায় ১০-এর মধ্যে উঠে আসতে পারত অ্যাডামাস ইউনিভার্সিটি। তবে, এবারের ফল নিয়ে আত্মতুষ্টিতে না ভুগে, আগামী বছরের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে তারা। সামনের বছর আরও বেশি পদক জয় করে তালিকার প্রথম দিকে থাকাটাই এখন লক্ষ্য।

আরও পড়ুন- রাত পোহালেই হুগলিতে অভিষেক, নবজোয়ার কর্মসূচি ঘিরে চূড়ান্ত তৎপরতা 

 

Previous articleরাত পোহালেই হুগলিতে অভিষেক, নবজোয়ার কর্মসূচি ঘিরে চূড়ান্ত তৎপরতা 
Next articleসোমবারে কোন কোন ট্রেন বাতিল, তালিকা প্রকাশ রেলের