ভারতের গণতন্ত্র খুবই প্রাণবন্ত: মোদির সফরের আগেই বার্তা আমেরিকার

চলতি মাসের ২২ তারিখ মার্কিন(America) সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তবে তাঁর সফরের আগে ভারত(India) সফরে এসে প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন মার্কিন নিরাপত্তা আধিকারিক জন কিরবি(Jon Kirbi)। দিল্লিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ভারতের গণতন্ত্র(Indian Democracy) খুবই প্রাণবন্ত। দিল্লিতে পা রাখলেই তা বোঝা যাবে।

ভারত সফরে এসে দিল্লিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন জন। সেখানে প্রশ্ন ওঠে ভারতীয় গণতন্ত্রের অবস্থা নিয়ে মার্কিন প্রশাসনের কী ধারণা? উত্তরে মার্কিন আধিকারিক বলেন, “ভারতের গণতন্ত্র খুবই প্রাণবন্ত। কারোওর যদি এই বিষয়ে প্রশ্ন থাকে, তাহলে দিল্লিতে এসে দেখে যান। আশা করি, ভারতের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা আলোচনায় গণতান্ত্রিক সংস্থাগুলিকে নিয়েও কথা হবে।” একইসঙ্গে তিনি বলেন, “ভারত আমাদের বন্ধু। তাই ভারতের সমালোচনা করতে দ্বিধা বোধ করি না। বন্ধুদের সমালোচনা করাই যায়। বিশ্বের কোনও দেশের প্রতি যদি আমাদের কোনও সংশয় থাকে তাহলে সেটা আমরা অবশ্যই সংশ্লিষ্ট দেশকে জানাই।” তবে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক আগামী দিনে আরও মজবুত হবে বলেই আশাবাদী কিরবি।

উল্লেখ্য, হোয়াইট হাউসে প্রধানমন্ত্রীকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন কংগ্রেসে বক্তৃতা দিতেও আহ্বান জানানো হয়েছে মোদিকে। যদি শেষ পর্যন্ত মোদি ভাষণ দেন, তাহলে মার্কিন মুলুকে ইতিহাস তৈরি হবে। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে দু’বার মার্কিন সংসদে ভাষণ দেওয়ার নজির গড়বেন তিনি।

Previous articleট্রাফিক সার্জেন্টদের অভিনব ‘গিফট’ দিচ্ছে কলকাতা পুলিশ!
Next article“বাইরে থেকে হস্তক্ষেপ না করলে সিগন্যাল বদল সম্ভব নয়!” চাঞ্চল্যকর অভিযোগ ডিআরএমের