অনাবাসী ভারতীয়দের ভোটাধিকার দেওয়ার বিষয়ে সক্রিয় হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন

অনাবাসী ভারতীয়দের ভোটাধিকার দেওয়ার বিষয়ে এবার সক্রিয় জাতীয় নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার (CEC) রাজীব কুমার (Rajiv Kumar) জানান, ভোট দান এবং ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থায় অনাবাসীদের অন্তর্ভুক্ত করার বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে। এখন নির্বাচন কমিশন এটি রূপদানের চেষ্টা করছে। ‘ইন্ডিয়া – দ্য মাদার অফ ডেমোক্রেসিস অ্যান্ড রোল অফ ইসিআই’ থিমে প্রশিক্ষণরত IFS অফিসারের সঙ্গে একটি সেমিনারে এই কথা জানান রাজীব কুমার।

মুখ্য নির্বাচন কমিশনার বলেন, বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি ভারত। ১.৩৪ কোটিরও বেশি অনাবাসী ভারতীয় (NRI) ভোটারদের ইলেকট্রনিকভাবে ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেমের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণের পদ্ধতি ব্যবহার করা উচিত। “এই পরিকল্পনাটিকে বাস্তবে পরিণত করতে, বিশ্বব্যাপী অবস্থিত IFS এবং আমাদের হাই কমিশন ও দূতাবাসগুলিকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে”। বলেন, ইসি “ন্যূনতম ত্রুটি” নিয়ে যে তথ্য ও কাজটি সম্পন্ন করে, তার পরিপ্রেক্ষিতে নির্বাচনী সংস্থাটি গত বহু বছর ধরে বিশ্বব্যাপী গণতন্ত্রকে আরও এগিয়ে ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

 

Previous articleআসন্ন মরশুমের প্রথম সই ইস্টবেঙ্গলের, লাল-হলুদে নন্দকুমার
Next articleশুভেন্দুর সূত্র ষড়যন্ত্রমূলক মস্তিষ্কের কোষ! কেন এমন বললেন কুণাল?