Wednesday, December 24, 2025

রাজ্যসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া মিটতেই আসন্ন রাজ্যসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুখেন্দু শেখর রায়, ডেরেক ও ব্রায়েন, দোলা সেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ ছিলেন। তাঁরা পুনরায় মনোনয়ন পেলেন। নতুন মুখ হিসাবে উঠে এলেন, সামিরুল ইসলাম, প্রকাশ চিক বারাইক, সাকেত গোখলে।

আরও পড়ুনঃএবার রাজ্যসভার ভোটের প্রস্তুতি শুরু তৃণমূলের

রাজ্যসভায় বাংলা থেকে ৭টি আসন শূন্য হয়েছে। গত ৬ জুলাই নির্বাচন কমিশন এ সম্পর্কীয় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী ১৩ জুলাই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। জানা যাচ্ছে, আগামী ১১জুলাই অর্থ্যাৎ মঙ্গলবারই তৃণমূল প্রার্থীরা তাঁদের মনোনয়ন পেশ করবেন।

এবার তৃণমূল মোট তিনজন নতুন মুখকে রাজ্যসভায় পাঠাচ্ছে। তাঁদের মধ্যে প্রকাশ চিক বারাইক হলেন আলিপুরদুয়ারের তৃণমূলের জেলা সভাপতি। এছাড়াও সর্বভারতীয় অন্যতম মুখপাত্র সাকেত গোয়েলকেও রাজ্যসভার টিকিট দিল তৃণমূল। আর একজন হলেন সামিরুল ইসলাম।
আগামী আগস্ট মাসেই খালি হচ্ছে বাংলার ৬টি রাজ্যসভার আসন। অঙ্কের হিসাব বলছে, ৫টিই আছে তৃণমূলের দখলে আর একটি কংগ্রেসের। এছাড়াও লুইজিনহো ফেলেইরো তৃণমূল ছাড়ার পর থেকেই রাজ্যসভায় তাঁর আসনও ফাঁকা। এই ৭ আসনের নির্বাচনের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
রাজ্যসভায় তৃণমূলের ৫ সাংসদ দোলা সেন, ডেরেক ও’ব্রায়েন, সুস্মিতা দেব বর্মণ, শান্তা ছেত্রী ও সুখেন্দুশেখর রায়ের মেয়াদ শেষ হচ্ছে। তৃণমূল দোলা, ডেরেক ও সুখেন্দু শেখরকে পুনরায় মনোনয়ন করে। তবে শান্তা ছেত্রী ও সুস্মিতা দেবের জায়গায় নতুন মুখ আনল তৃণমূল।
কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্যের আসনও ফাঁকা হচ্ছে। এবার সেই আসন হারাচ্ছে কংগ্রেস। সেই আসন এবার দখল করবে বাংলার প্রধান বিরোধী দল বিজেপি। যদিও বাংলা থেকে রাজ্যসভায় কাকে পাঠাবে, তা এখনও ঠিক করেনি গেরুয়া শিবির।

রাজ্যসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পর তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দলের তরফে একটি টুইট করা হয়।

spot_img

Related articles

বড়দিনের আগেই ইসরোর সাফল্য, বাহুবলীতে উৎক্ষেপণ ৬ হাজার কেজির কৃত্রিম উপগ্রহের

বড়দিনের আগের সকালে মহাকাশ গবেষণায় নয়া মাইলস্টোন ইসরোর(ISRO)। ভারতীয় রকেটেই মহাকাশে পাড়ি দিল বিশাল ওজনের মার্কিন কৃত্রিম উপগ্রহ। ...

দেব বনাম ইন্ডাস্ট্রি! অভিমানী পোস্ট ঘিরে তুমুল শোরগোল টলিপাড়ায়

সদা হাস্যময় মুখ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পলিটিকালি কারেক্ট উত্তর। কিন্তু বছর শেষের আগে সব অভিমান উগরে দিলেন অভিনেতা-প্রযোজক...

বড়দিনের কেকের সঙ্গে শীতের কামড়, ঘন কুয়াশায় ঢাকছে দক্ষিণবঙ্গ

বড়দিন আর নববর্ষে ঠান্ডার আমেজ থাকবে, এমনটাই রাজ্যবাসী মনে প্রাণে চায়। এবার তাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে চলেছে খোদ...

বৈভবের বিশ্বরেকর্ড, সাকিবুলের দ্রুততম শতরান, বিহারের একাধিক রেকর্ড

যুব এশিয়া কাপে ব্যাট হাতে খুব একটা ভালো খেলতে পারেননি, তবে বিজয় হাজারেতে (Vijay Hazare Trophy) ব্যাট হাতে...