রাজ্যে পথ চলা শুরু করল আরও একটি মেডিক্যাল কলেজ হাসপাতাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ধনধান্যে স্টেডিয়াম থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে হাওড়ার সাঁতরাগাছিতে এই নয়া মেডিক্যাল কলেজটির উদ্বোধন করেন। একটি নাম করা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এটি তৈরি হয়েছে।

ওড়ার সাঁতরাগাছিতে তৈরি হয়েছে জেআইএস স্কুল অফ মেডিক্যাল সায়েন্স, রিসার্চ সেন্টার অ্যান্ড হসপিটাল। এখানেই রয়েছে ৫০০ বেডের হাসপাতাল। সেই সঙ্গে চালু হবে এমবিবিএস কোর্স। আপাতত বছরে দেড় হাজার আসনে ভর্তি নেওয়া হবে। চলতি শিক্ষাবর্ষ থেকেই চালু হয়ে যাবে নতুন শিক্ষাক্রম। নতুন এই হাসপাতাল ও মেডিক্যাল কলেজ গড়ে তুলতে বিনিয়োগ করা হয়েছে দেড় হাজার কোটি টাকা।


আরও পড়ুন- স্ত্রী ও ভাইপোকে খু.ন! পরে মাথায় গু.লি চালিয়ে আ.ত্মঘাতী পুলিশকর্তা
