Sunday, November 9, 2025

“মণিপুরের সঙ্গে অন্য কোনও রাজ্যের তুলনা চলে না”: কেন্দ্রকে ধ.মক সুপ্রিম কোর্টের   

Date:

Share post:

মণিপুরের (Manipur) ঘটনার সঙ্গে বাংলার (West Bengal) পাশাপাশি অন্য কোনও রাজ্যের ঘটনার কোনও তুলনা টানা চলে না। সোমবার মণিপুর নিয়ে এক মামলার শুনানি চলাকালীন এমনই মন্তব্য সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (Chief Justice DY Chandrachud)। আর দেশের সর্বোচ্চ বিচারপতির এমন মন্তব্যে মুখ পুড়ল কেন্দ্রের মোদি সরকারের (Modi Govt)। বিগত কয়েকমাস ধরে অশান্ত মণিপুর। কেন্দ্রের বিজেপি তথা উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যে অশান্তি থামানো তো দূর, রাজ্য ভাগ করে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি সহ একাধিক আজব দাবি বিজেপির। সোমবারই মণিপুরের দুই নির্যাতিতা মামলা দায়ের করেন দেশের শীর্ষ আদালতে। কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তাঁরা। সেই সঙ্গে দুই নির্যাতিতা ঘটনার নিরপেক্ষ তদন্তের আবেদন জানানোর পাশাপাশি মণিপুরের ঘটনায় শীর্ষ আদালত স্বতঃপ্রণোদিত উদ্যোগ নেওয়ার আর্জিও জানান। এদিন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এজলাসে এই মামলার শুনানি হয়। আর মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেন, নানা রাজ্যে মহিলাদের উপর নির্যাতন চলছে ঠিকই। কিন্তু মণিপুরের মতো জাতিবিদ্বেষ অন্য কোথাও নেই। তাই অন্য কোনও রাজ্যের সঙ্গে মণিপুরের তুলনা একেবারেই চলে না।

সোমবার সুপ্রিম কোর্টে মণিপুর নিয়ে মামলার শুনানি চলাকালীন প্রয়াত বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা আইনজীবী বাঁশুরি স্বরাজ (Baansuri Swaraj) সওয়াল করেন, মণিপুরের মতো বিভিন্ন রাজ্যের একই অবস্থা। কিন্তু সেখানে কেন কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এরপরই দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, গোটা দেশে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে এটা ঠিক। এটা সামাজিক বাস্তবতা। তবে অন্য রাজ্যে এমন ঘটনা ঘটছে বলে মণিপুরের ঘটনাকে কোনওভাবেই ছোট করে দেখানো যায় না। সমগ্র ঘটনাকে ‘নিন্দাজনক’ বলে মন্তব্য করেন তিনি। এরপরই আইনজীবী বাঁশুরির মন্তব্য খারিজ করে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, আমরা এমন একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি যেখানে জাতিগত হিংসার কারণে মহিলাদের উপর লাগাতার নির্যাতন চালানো হচ্ছে। এই ঘটনার সঙ্গে অন্য কোনও রাজ্যের ঘটনার কোনও তুলনা চলে না।

একদিকে মণিপুরের যে ভয়াবহ ভিডিয়ো ভাইরাল হয়েছে, তা নিয়ে কেন্দ্রের কাছে স্বতঃপ্রণোদিত জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। অন্যদিকে, সোমবারই মণিপুরের দুই নির্যাতিতা মহিলা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে সেই সমস্ত মামলার শুনানি চলছিল। সেখানেই এমন মন্তব্য করে বিচারপতিদের ধমকের মুখে পড়তে হয় আইনজীবী বাঁশুরিকে।

 

 

spot_img

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...