অর্মত্য সেনকে বিশ্বভারতীর উ.চ্ছেদের নোটিশে স্থগিতাদেশ আদালতের

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেনের মধ্যে জমি বিবাদ অনেক আগেই আদালতে গড়িয়েছে। এবার সেই উচ্ছেদ নোটিশে স্থগিতাদেশ জারি করল বীরভূমের সিউড়ি আদালত। একইসঙ্গে কীসের ভিত্তিতে এই নোটিশ তা আদালতে নথি পেশ করে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষকে। আগামী ১৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।

ঘটনার সূত্রপাত গত ২৪ জানুয়ারি। শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়ি ‘প্রতীচী’র ঠিকানায় চিঠি পাঠায় বিশ্বভারতী কর্তৃপক্ষ। চিঠিতে লেখা হয়, ‘বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জায়গা দখল রেখেছেন অমর্ত্য। সেই জমি দ্রুত বিশ্ববিদ্যালয়কে হস্তান্তরের অনুরোধ করা হচ্ছে’। শুধু তাই নয়, শুনানিতে হাজিরা না থাকায় কার্যত উচ্ছেদের নোটিশ দেওয়া হয় নোবেলজয়ী অর্থনীতিবিদকে! এরপর মামলা গড়ায় আদালতে।

আরও পড়ুন- ময়দানে ন্য.ক্কারজনক ঘটনা! ব.র্ণ বৈষ.ম্যের নিকৃষ্ট উদাহরণ, প্রতিপক্ষকে পি.ষলেন ইংল‍্যান্ডের ফুটবলার

Previous articleময়দানে ন্য.ক্কারজনক ঘটনা! ব.র্ণ বৈষ.ম্যের নিকৃষ্ট উদাহরণ, প্রতিপক্ষকে পি.ষলেন ইংল‍্যান্ডের ফুটবলার
Next articleসাইবার সিকিউরিটি শীর্ষক সম্মেলন কলকাতায়