Sunday, May 4, 2025

হস্টেলে নবাগতদের ফ্যামিলি ইনকাম দেখে তৈরি হতো রেটকার্ড! তারপর চলতো তোলাবাজি

Date:

Share post:

যাদবপুর ছাত্রমৃত্যু কাণ্ডে রহস্যের জট যত খুলছে, ততই বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বাড়ছে গ্রেফতারির সংখ্যাও। হস্টেলে নবাগত পড়ুয়াদের উপর বিভিন্ন কায়দায় অকথ্য অত্যাচার চালানো হতো। সেইসঙ্গে উঠে আসছে র‌্যাগিংয়ের হাড়হিম বর্ণনা।

আরও পড়ুনঃ পরিবারকে না জানিয়ে প্রেমিকার দেহ ‘সৎকার’! আমতলা শ্মশা*নে উত্তেজ*না

কিন্তু এবার যে তথ্য উঠে এসেছে, তা শুনলে রীতিমতো আঁতকে উঠতে হয়। একেবারে সিন্ডিকেট খুলে তোলাবাজি চলতো বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে। সামনে এলো রেটকার্ড ধরে তোলাবাজির অভিযোগ। পুলিশের দাবি, ছাত্রমৃত্যুর মূলপাণ্ডা ‌র‌্যাগিংবাজ সৌরভ চৌধুরী ও তার গ্যাং হস্টেলের মধ্যে কার্যত কর্পোরেট কায়দায় তোলাবাজি চালাতো। সেই গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করেছে যাদবপুর থানার পুলিশ। তাদের জেরা করে আরও তথ্য উঠে আসবে বলে মনে করছে তদন্তকারীরা।

কীভাবে চলত তোলাবাজি? প্রথমে দেখে নেওয়া হয় হস্টেলে আসা নবাগত ছাত্রদের পরিবারিক ‘ইনকাম প্রোফাইল’। একদম কর্পোরেট ধাঁচে নামের তালিকা তৈরি হতো। নামের পাশে লেখা থাকত কোন ছাত্রের থেকে কত টাকা নেওয়া হবে। এরপর তালিকা ধরে ধরে চাপ দিয়ে, ভয় দেখিয়ে, ব্ল্যাকমেইল করে সেই টাকা তোলা হতো। অনলাইনেও টাকা নেওয়া হতো। টাকা হাতে পড়তেই শুরু হয়ে যেত দেদার মোচ্ছব।

পুলিশ সূত্রে আরও দাবি, এই র‌্যাগিং গ্যাংয়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে অভিযোগ করা যেত না। কারণ, কোনও না কোনওভাবে খবর পৌঁছে যেত সৌরভ বাহিনীর কাছে। তখনই ‘টার্গেট’ হয়ে যেতেন সেই নবাগত পড়ুয়ারা। ফলে মুখ বুজে সহ্য করতে হতো অত্যাচার। চাহিদা মতো দিতে হতো টাকা।

সূত্রের খবর, সৌরভের এই গ্যাংয়ে প্রায় ১৫ জন প্রাক্তন ও বর্তমান পড়ুয়া ছিল। হস্টেলের এ-২ ব্লক ছিল তাঁদের মুক্তাঞ্চল। এর মধ্যেই চলত রাজনৈতিক ক্ষমতা দখলের প্রয়াসও। পুলিশ জেনেছে, নবাগতরা যাতে ক্যাম্পাসের ক্ষমতাশালী ছাত্র সংগঠনে ভিড়ে না যায়, তার চেষ্টা চলত হস্টেলে। এমনকী, হস্টেলে দিনরাত উচ্ছৃঙ্খল কার্যকলাপের জন্য আশপাশের বিল্ডিংয়ের বাসিন্দারা সেদিকের জানলা বন্ধ রাখতে বাধ্য হতেন।

spot_img
spot_img

Related articles

জেল থেকে সেনার তথ্য পাকিস্তানে পাচার! পঞ্জাবে গ্রেফতার ২ চর

ভারতীয় সেনার গোয়েন্দা ব্যর্থতা পহেলগাম হামলায় (Pahalgan attack) যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে নিরাপত্তা নিয়ে কার্যত রাতের ঘুম উড়েছে...

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...

রাজ্য পুলিশের অভিযানে বসিরহাটে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট!  

রাজ্য পুলিশের (WB Police) বড় সাফল্য। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat, North 24 Parganas) পুলিশ জেলার মাটিয়া থানা...

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...