Tuesday, August 26, 2025

যাদবপুরকাণ্ডের ছায়া বালিগঞ্জ সায়েন্স কলেজে! আলিপুর আদালতে গোপন জবানবন্দি পড়ুয়ার

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ছাত্রমৃত্যুকে কেন্দ্র করে একদিকে যখন তোলপাড় শহর কলকাতা (Kolkata), ঠিক তখনই র‌্যাগিংয়ের অভিযোগ উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেলেও (Calcutta University Hostel)। সেখানকার এক আবাসিক তথা বালিগঞ্জ সায়েন্স কলেজের (Ballygunge Science COllege) ছাত্র বিশ্বজিৎ হাজরা শনিবার আলিপুর আদালতে গোপন জবানবন্দিতে এমনটাই জানিয়েছেন। অভিযোগ, দীর্ঘদিন ধরেই হস্টেলে তিনি র‌্যাগিংয়ের শিকার ওই আবাসিক। তাঁর অভিযোগ, কর্তৃপক্ষ থেকে প্রশাসন, সকলকেই সে কথা আগেভাগে জানিয়েছিলেন। কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি বলে অভিযোগ।

বিশ্বজিৎ আরও জানিয়েছেন, ২০১৯ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বালিগঞ্জ সায়েন্স কলেজে ইঞ্জিনিয়ারিং পড়তে ভর্তি হয়েছিলেন। তখন থেকেই বিশ্ববিদ্যালয়ের হস্টেলে থাকছিলেন তিনি। কিন্তু প্রথম থেকে তাঁর সঙ্গে নানাবিধ অত্যাচার হয়ে চলেছে বলে দাবি ওই পড়ুয়ার। এদিকে চলতি বছরেই তাঁর কোর্স শেষ হয়েছে। অভিযোগ, হস্টেলের ঘরে তাঁকে সিনিয়রেরা ‘ইন্ট্রো’র নামে সারা রাত আটকে রাখতেন, তাঁকে দিয়ে মদ সহ বিভিন্ন মাদক কেনানোর পাশাপাশি চলত অকথ্য গালিগালাজ। এমনকি, ছাত্রের যৌন চাহিদার বিষয়েও প্রশ্ন করে অস্বস্তিতে ফেলা হত বলে অভিযোগ।

ছাত্রটি আরও জানিয়েছেন, এই ধরনের আচরণের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তিনি বার বার অভিযোগ জানিয়েছেন। কিন্তু সেইসময় কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টে গত ছ’মাসে র‌্যাগিংয়ের পরিমাণ আরও বেড়ে গিয়েছে বলে অভিযোগ। সংবাদমাধ্যমের কাছে বিশ্বজিৎ দাবি করেছেন, তাঁর ঘরে সিনিয়রেরা প্রস্রাব করে দিতেন। বোম ফাটিয়ে ঘর ধোঁয়ার ভরিয়ে দেওয়া হত। পাশাপাশি ব্যক্তিগত জিনিসপত্রও বাইরে ফেলে দেওয়া হত। ছাত্রের আরও অভিযোগ, তাঁর খাবার পরিকল্পনামাফিক বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে এখানেই শেষ নয়। সম্প্রতি হস্টেল থেকে তাঁকে উঠে যেতে বলা হয়েছে বলে জানিয়েছেন বিশ্বজিৎ। অভিযোগ, তিনি তথাকথিত পিছিয়ে পড়া সম্প্রদায়ভুক্ত হওয়ায় তাঁর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। হস্টেলের নিরাপত্তারক্ষী খোদ রেজিস্ট্রারের নির্দেশেই নাকি ছাত্রকে হস্টেল থেকে বার করে দিতে চাইছেন। তাঁকে খুনের হুমকিও দেওয়া হয়েছে। সম্প্রতি যাদবপুরের ঘটনায় অশান্ত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় চত্বর। আর সেই কারণেই বয়ান রেকর্ড করার জন্য আদালতে ডাকা হয়েছে তাঁকে।

 

 

 

 

spot_img

Related articles

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...