Sunday, August 24, 2025

৪০ বছরে পর… ব্রিকস সম্মেলন শেষে গ্রিস সফর দেশের প্রধানমন্ত্রীর

Date:

Share post:

ব্রিকস(BRICS) সম্মেলন শেষে এবার গ্রিসে(Greece) পৌঁছলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। শুক্রবার সকালে গ্রিসের রাজধানী আথেন্সে পৌঁছন দেশের প্রধানমন্ত্রী। দীর্ঘ ৪০ বছর পর গ্রিস সফরে যেতে দেখা গেল ভারতের কোনও প্রধানমন্ত্রীকে(Prime Minister)। এর আগে ১৯৮৩ সালে গ্রিসে গিয়েছিলেন তৎকালিন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী(Indira Gandhi)। জানা গিয়েছে এক দিনের এই সফরে গ্রিসের প্রধানমন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদি একাধিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা।

জানা গিয়েছে, শুক্রবার সকালে আথেন্স বিমানবন্দরে নামেন মোদি। গ্রিস সরকারের একাধিক কর্তাব্যক্তি তাঁকে স্বাগত জানান। বিদেশ মন্ত্রকের তরফে জানা গিয়েছে, মোদির এই গ্রিস সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। তা ছাড়াও সামরিক এবং প্রতিরক্ষা সংক্রান্ত দ্বিপাক্ষিক বোঝাপড়া আরও নিবিড় এবং মজবুত করার চেষ্টা করা হবে এই সফরে। জাহাজনির্মাণ শিল্প নিয়েও কোনও মউ স্বাক্ষর হতে পারে দুই রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে। মোদির সম্ভাব্য সফরসূচি সম্পর্কে জানা গিয়েছে, শুক্রবার গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের সঙ্গে দেখা করার পাশাপাশি গ্রিক প্রেসিডেন্টের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন প্রধানমন্ত্রী। গ্রিক বণিকসভার সদস্যদের সঙ্গেও বৈঠক করার কথা তাঁর। তা ছাড়া প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। এরপর শুক্রবার রাতের বিমানেই দিল্লি ফেরার কথা নরেন্দ্র মোদির।

spot_img

Related articles

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...