Wednesday, January 21, 2026

ইডেনে বিশ্বকাপের টিকিট নিয়ে সমস্যা মেটাতে আসরে CAB : সূত্র

Date:

Share post:

আগামী অক্টোবরেই ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। ৫ অক্টোবর থেকে শুরু এই হাইভোল্টেজ ম‍্যাচ। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে টিকিট বিক্রি। অনলাইনে টিকিট বিক্রি শুরু হতেই মুহূর্তেই সব শেষ হয়ে যায়। এমনকী সেমিফাইনাল ম্যাচের টিকিটও সব শেষ হয়ে গিয়েছে। বিসিসিআই সূত্রে খবর, শুধুমাত্র অনলাইনেই টিকিট বিক্রি করা হবে। কোনও অফলাইনে টিকিট ছাড়া হবে না। ইডেনের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম জারি থাকছে।

এবারের বিশ্বকাপে একটি সেমিফাইনাল ছাড়াও ৪টি গ্রুপ পর্বের ম‍্যাচ পেয়েছে ইডেন। যার মধ্যে রয়েছে বাংলাদেশ বনাম পাকিস্তান, পাকিস্তান বনাম এবং ইংল্যান্ড এবং ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মতো গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। এই সব ম্যাচের অধিকাংশ টিকিটই বিক্রি হয়ে গিয়েছে। তবে অফলাইনে কোনও টিকিট বিক্রি করা হবে না। তবে আন্তর্জাতিক ম্যাচে ইডেনের টিকিট সিএবির সঙ্গে যুক্ত ক্লাবগুলিকে দেওয়া হয়। আর সূত্রের খবর, সেই নিয়ম মেনে এবারও বিশ্বকাপের টিকিট দেওয়া হবে। তবে কত টিকিট দেওয়া হবে তা যদিও এখনও ঠিক হয়নি। টিকিটের যা চাহিদা রয়েছে তাতে যে পরিমান টিকিট অন্যসব ম্যাচে দেওয়া হত, তার চেয়ে কম সংখ্যক টিকিট দেওয়া হবে বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, সমস্যা মেটাতে বিসিসিআই সচিব জয় শাহর সঙ্গে আহমেদাবাদে বৈঠক করেছেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তবে তাতেও সমস্যা সমাধান হয়নি। আইসিসির পক্ষ থেকে ১০ টি স্টেডিয়ামের ৩০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রির জন্য বলা হয়েছিল। সেইমতো ভারতীয় ক্রিকেট বোর্ড সমস্ত বিশ্বকাপ আয়োজক রাজ্য সংস্থা গুলিকে নির্দেশ পাঠায়।

এই নিয়ে সিএবি-র এক প্রাক্তন কর্তা জানিয়েছেন যে, প্রতি ম্যাচে প্রায় ২০ হাজার টিকিট বণ্টন করে দেওয়া হয়। সিএবি-র সঙ্গে যুক্ত ক্লাবকে টিকিট দেওয়া হয়। এছাড়াও টিকিট দেওয়া হয় প্রাক্তন ক্রিকেটারদের। তবে তাঁদের মধ্যে অনেকে আবার এখন সিএবি-র সদস্য। এই টিকিট বণ্টন নিয়ে সিএবি-র কর্তাদের মধ্যে আলোচনা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড চায় বেশির ভাগ টিকিট অনলাইনে ছাড়া হোক। কিন্তু সদস্যদের টিকিটও দিতে হবে। আর তা নিয়েই বিপাকে পড়েছে সিএবি।

আরও পড়ুন:বাংলাদেশের বিরুদ্ধে লজ্জার নজির রোহিতের, ছুঁয়ে ফেললেন বিরাটকে

 

 

 

 

 

 

spot_img

Related articles

T20 WC: খেলতে চেয়ে বিদ্রোহী শান্ত, পরিস্থিতি জটিল করার ‘অপচেষ্টা’ পিসিবির

টি২০ বিশ্বকাপ(T20 World Cup) নিয়ে জটিলতা অব্যাহত। বিগত কয়েক সপ্তাহ ধরেই বাংলাদেশ ভারতে খেলতে আসবে না বলে অনড়...

বাংলাদেশে অশান্তির আঁচ: হাই কমিশনের পরিবারের সদস্যদের দেশে ফেরার নির্দেশ দিল্লির

লাগাতার অশান্তি, খুন, সংঘর্ষের জের, বাংলাদেশে (Bangladesh) কর্মরত ভারতীয় হাই কমিশনের আধিকারিক ও কর্মীদের পরিবারের সদস্যদের অবিলম্বে দেশে...

উদয়পুরে ভয়ঙ্কর দুর্ঘটনা! বেপরোয়া গতির বলি ৩ নাবালকসহ ৪

চা খেতে যাওয়াই কাল হল! বন্ধুর জন্মদিন উপলক্ষ্যে বেপরোয়া গতিতে চলছিল গাড়ি। যার জেরে ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ হারালেন...

বিজেপি দেশের জন্য ক্ষতিকর, আশা কর্মীদের বিক্ষোভে লকেটকে ‘গো ব্যাক’ স্লোগান

আশা কর্মীদের স্বাস্থ্য ভবন (Swasthya Bhawan) অভিযানে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে (Locket Chatterjee) "গো ব্যাক" স্লোগান। বুধবার বেলায়...