Thursday, November 13, 2025

সমন্বয় কমিটিতে ‘না’ সিপিএমের, তাদের উপরই সিদ্ধান্ত ছাড়লেন অভিষেক

Date:

Share post:

INDIA জোটে সিপিএম(CPIM) কতখানি সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে তা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। অন্য কোনও দল সে বিষয়ে কিছু বলতে পারে না। আক্রমণের পথে না হেঁটে এভাবেই জোটের সমন্বয় কমিটিতে সিপিএমের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত তাদের হাতেই ছেড়ে দিলেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ইন্ডিয়া জোটের(INDIA Alliance) সমন্বয় কমিটির সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)।

“ধরি মাছ না ছুঁই পানি” মনোভাব নিয়ে মাঠে নেমেছে সিপিএম। ২৪-এর লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বিরোধীদের তৈরি INDIA জোটে বামেরা অংশ নিলেও সক্রিয়ভাবে অংশ নিতে নারাজ তারা। জোটের সমন্বয় কমিটিতে সিপিএম অংশ নেবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে বামেদের তরফে। এহেন পরিস্থিতির মাঝে সোমবার দিল্লি যাওয়ার সময় ইন্ডিয়া জোটে বামেদের সক্রিয়তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক বলেন, “২৪-এর লোকসভা নির্বাচনের লক্ষ্যে সমমনোভাবাপন্ন দলকে স্বাগত জানিয়েছি এই লড়াইয়ে অংশগ্রহণ করার জন্য। সেখানে সিপিএম কী বলবে বা অন্য রাজনৈতিক দল কী বলবে সেটা তাদের নিজস্ব ব্যাপার।” অর্থাৎ ইন্ডিয়া জোটে সিপিএমের ‘ধরি মাছ না ছুঁই পানি’ ভূমিকাতে বাকি দলগুলি ক্ষুব্ধ হলেও একেবারেই আক্রমণের পথে না হেঁটে সিদ্ধান্ত তাদের নিজেদের হাতে ছাড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, ইন্ডিয়া জোটের সাংগঠনিক কাঠামো নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তোলা হয়েছে সিপিএমের তরফে। দলের পলিটব্যুরোর বৈঠকের পর বাম দলের তরফে দাবি করা হয়, বিভিন্ন সিদ্ধান্তের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে এমন কোনও সাংগঠনিক কাঠামো জোটে গড়ে ওঠা ঠিক নয়। ঘুরিয়ে এই সমন্বয় কমিটির যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তোলে সিপিএম। এই আবহে সিপিএম স্পষ্ট জানিয়ে দেয়, তারা ইন্ডিয়া জোটে আছে। কিন্তু জোটের সমন্বয় কমিটিতে তারা থাকবে না। বামেদের এহেন সিদ্ধান্তের পর সোমবার অভিষেক কার্যত বুঝিয়ে দিলেন সমন্বয় কমিটিতে সিপিএমের অনুপস্থিতি কোনও প্রভাব ফেলবে না।

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...