I.N.D.I.A.-জোট মানছেন না। বাংলায় ক্রমগত জোটসঙ্গী তৃণমূলকে আক্রমণ করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhirranjan Chowdhury)। তবে, অধীরের এই ভূমিকায় ক্ষুব্ধ এনসিপি প্রধান শরদ পাওয়ার (Sharad Pawer)। তাঁর কথায়, বিজেপিকে (BJP) সরাতে আমরা ইন্ডিয়া জোটের সব শরিকরা একসঙ্গে লড়াই করছি। সেখানে বাংলায় কংগ্রেসের অধীর চৌধুরী ক্রমাগত তৃণমূলনেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করে যাচ্ছেন। জোটধর্ম মানছেন না, কুকথা বলছেন। অন্যায় করছেন। ইন্ডিয়া জোটের স্বার্থেই এগুলি বন্ধ হওয়া দরকার।
শরদের কথায়, কংগ্রেসেরও দেখা দরকার তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন এভাবে অধীর চৌধুরী আক্রমণ না করেন। তাতে আখেরে I.N.D.I.A. জোটেরই ক্ষতি। তোপ দেগে বলেন এনসিপি প্রধান (Sharad Pawer)।
এই ঘটনায় তৃণমূলের স্পষ্ট বক্তব্য, ইন্ডিয়া জোট বৃহত্তর স্বার্থে তৈরি হয়েছে। জোট শরিক সব দল একসঙ্গে কাজ করছে দিল্লি থেকে বিজেপিকে সরাতে। জাতীয় স্তরে সোনিয়া ও রাহুল গান্ধীর সঙ্গে একসঙ্গে কাজ করছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর রাজ্যে অধীর চৌধুরী সিপিএমের দালালি করছে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ইন্ডিয়া জোটের স্বার্থেই রাজ্য কংগ্রেসের উচিত এই ধরনের কাজ থেকে বিরত থাকা। তার সংযোজন ওখানে বিজেপি বিরোধী লড়াইয়ে তৃণমূল কংগ্রেস পাশে দাঁড়াবে আর বাংলায় অধীরের মতো নেতারা সিপিএমের বি-টিম হিসেবে কাজ করবে, তৃণমূলের ক্ষতি করার চেষ্টা করবে— দুটো একসঙ্গে চলতে পারে না। বছরের পর বছর রাজ্য কংগ্রেসের নেতারা আসলে নিজেদের পিঠ বাঁচাতে সিপিএমের তল্পিবাহকের কাজ করছে।