গো.লযোগ সারিয়ে অবশেষে পাড়ি দিল গগনযান!

শনিবার সকাল থেকেই ইসরোর (ISRO ) আপডেটের দিকে চোখ ছিল সবার। ৮:৪৫ মিনিটে গগনযান (Gaganyaan ) মহাকাশের উদ্দেশে রওনা হবে বলে খবর ছিল। কিন্তু সেই সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও উৎক্ষেপণ না হওয়ায় ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ (S Somnath) জানান যে যান্ত্রিক ত্রুটির কারণে আপাতত এই মিশন স্থগিত করা হচ্ছে। দ্রুত পরবর্তী আপডেট দেওয়া হবে। ঠিক কোথায় সমস্যা সেটা অবশ্যই বিজ্ঞানীরা পরিষ্কার করে জানাননি। পরবর্তীতে ঘন্টা দেড়েক পরে বেলা দশটা নাগাদ গগনযান শ্রীহরিকোটা স্পেস সেন্টার থেকে সফলভাবে মহাকাশে পাড়ি দেয়।

২০২৫ সালে মূল গগনযান মিশনের লক্ষ্য নিয়েছে ইসরো। মানুষকে মহাকাশে পাঠানোর আগে সব ধরনের সুরক্ষা নিশ্চিত করতে চান বিজ্ঞানীরা। ৩ মহাকাশচারী নিয়ে ক্রু মডিউল যাতে সমুদ্রেও নেমে পড়তে পারে, তারই মহড়া হল। গগনযান মিশনের TV-D1 ফ্লাইটে রয়েছে ‘ক্রু মডিউল’ এবং ‘ক্রু এসকেপ মডিউল’।এদিন থেকে গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ শুরু করল ইসরো। ইসরো প্রধান এস সোমনাথ বলেন, “এটা ঘোষণা করতে পেরে আমি খুব খুশি যে, গগনযান TV-D1 মিশনের সফল উৎক্ষেপণ হয়েছে।” পাশাপাশি এই মিশনের সঙ্গে জড়িত সব বিজ্ঞানীদেরও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

Previous articleWeather Update: আরব সাগরে ঘূর্ণিঝড় , বঙ্গোপসাগরে নিম্নচাপ
Next articleইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট কীভাবে রিডিম করবেন?