মুম্বইয়ের আর্দ্রতা সামলাতে পারলেন না শুভমন। তাঁর পায়ের পেশিতে টান ধরায় সাজঘরে ফিরলেন তিনি। তার আগে মাঠে ফিজিয়োর শুশ্রূষা নিয়েছেন। কিন্তু ব্যাটিং চালিয়ে যাওয়ার মতো সক্ষম নন। তাঁর জায়গায় নামলেন শ্রেয়স আয়ার।

ব্যাটিং করতে করতে হঠাৎ পেশীতে টান অনুভব করেন শুভমান গিল। ব্যক্তিগত ৭৯ রানে মাঠ ছাড়েন তিনি। পরিবর্তে ব্যাট করতে নেমেছেন শ্রেয়স আইয়ার। ৩১ ওভার শেষে ভারত ২২১ রানে ১ উইকেট।বড় স্কোরের পথে এগোচ্ছে ভারত।
এদিন গ্য়ালারিতে একেবারে চাঁদের হাট বসেছে। ইংল্য়ান্ডের প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি ফুটবলরা ডেভিড বেকহ্য়াম এসেছেন। তিনি খেলা দেখছেন সচিন তেন্ডুলকর ও জয় শাহের সঙ্গে।বলি অভিনেতাদের মধ্যে রণবীর কাপুর, কিয়ারা আদবাণী, সিদ্ধার্থ মালহোত্রা ও জন আব্রাহামকে দেখা গিয়েছে।
