ফের আরও এক বিজেপি বিধায়কের তৃণমূলে যোগদান নিয়ে কুণালের মন্তব্যে জল্পনা তুঙ্গে

যার নাম নিয়ে ইঙ্গিত করেছেন কুণাল, কয়েকদিন আগে মালদহে দুর্ঘটনার কবলে পড়ে সেই বিজেপি বিধায়ক শ্রীরুপা মিত্র চৌধুরীর গাড়ি

সপ্তাহখানেক আগেই এক বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। এই পরিস্থিতিতে ফের আরও এক বিজেপি বিধায়ককে নিয়ে জল্পনা বাড়িয়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গের এক মহিলা বিজেপি বিধায়কের নাম জল্পনায় ভাসিয়ে দিলেন তিনি।

যার নাম নিয়ে ইঙ্গিত করেছেন কুণাল, কয়েকদিন আগে মালদহে দুর্ঘটনার কবলে পড়ে সেই বিজেপি বিধায়ক শ্রীরুপা মিত্র চৌধুরীর গাড়ি। বিজেপি বিধায়কের গাড়িতে ধাক্কা মারে এক তৃণমূল নেতার গাড়ির। যা নিয়ে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন ওই বিজেপি বিধায়ক।
এই প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে এদিন কুণাল জানান, শ্রীরূপা চৌধুরীকে কেন প্রাণে মারা হবে? উনি তো কদিন বাদে চলে আসবেন তৃণমূল কংগ্রেসে। তাই কেন ধাক্কা মারা হবে। হয়ত আনতে গিয়েছিল গাড়ি, ধাক্কা লেগে গেছে।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই বিজেপি থেকে তৃণমূলে নাম লেখান বাঁকুড়ার কোতুলপুরের বিধায়ক হরকালি প্রতিহার। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের একতরফা ফলের পরেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন একের পর এক বিধায়ক।

এ ছাড়াও রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ সহ একের পর এক বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। কয়েক দিন আগে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালও তৃণমূলে যোগ দেন।

Previous articleগরিবের টাকা মেরে শুধুই ‘নমো’স্তে প্রচার: রোহিতদের প্র্যাকটিস জার্সির রং নিয়ে মোদিকে তোপ মমতার
Next articleবঙ্গে শিল্পের জোয়ার, পানাগর থেকে কোচবিহার পর্যন্ত হবে বাণিজ্য করিডর