Wednesday, December 24, 2025

“সুযোগ দেওয়া উচিত ছিল”: মহুয়ার পরিণতি নিয়ে বি.স্ফোরক লোকসভার প্রাক্তন সেক্রেটারি জেনারেল

Date:

Share post:

সাক্ষীদের প্রশ্ন করার অধিকার রয়েছে অভিযুক্তের। আর সেকারণেই সংসদ থেকে বহিষ্কৃত তৃণমূল সাংসদ (TMC MP) মহুয়া মৈত্রকে Mahua Moitra) হীরানন্দানি-সহ অন্য সাক্ষীদের জেরার সুযোগ দেওয়া উচিত ছিল। ক্যাশ ফর কোয়েশ্চন (Cash For Question) কাণ্ডে মহুয়ার পরিণতি নিয়ে মুখ খুললেন লোকসভার প্রাক্তন সেক্রেটারি জেনারেল (Secretary General) পিডিটি আচারি (PDT Achary)।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি স্পষ্টভাবেই জানান, ঘটনার অন্যতম সাক্ষী দর্শন হীরানন্দানি-সহ অন্য সাক্ষীদের জেরা করার সুযোগ দেওয়া উচিত ছিল মহুয়া মৈত্রকে। এই নিয়মটা মোটামুটি সকলেই মেনে চলে। তবে লোকসভায় মহুয়াকে বহিষ্কার করা নিয়ে এথিক্স কমিটির সুপারিশ বিজেপি সংখ্যাগরিষ্ঠতার জোরে পাশ করিয়ে নিলেও একাধিক বিরোধী সাংসদের অভিযোগ, বিষয়টি নিয়ম মেনে হয়নি। তাঁদের অভিযোগ, মহুয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও তাঁকে নিজের বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হয়নি। পাশাপাশি মহুয়ার বিরুদ্ধে যাঁরা অভিযোগ তুলেছিলেন, তাঁদের পাল্টা প্রশ্ন করার সুযোগ মহুয়াকে দেয়নি এথিক্স কমিটি। এদিকে এথিক্স কমিটির কাছে নিজের বক্তব্য জানাতে গিয়ে শনিবারও মহুয়া জানিয়েছিলেন, লগইন আইডি ও পাসওয়ার্ড অন্যকে দেওয়ার মধ্যে কোনও বেনিয়ম নেই। সেই সূত্র ধরেই আচারি জানিয়েছেন, লগইন আইডি এবং পাসওয়ার্ড অন্যকে দেওয়ার ক্ষেত্রে সাংসদদের উপরে কোনও বিধিনিষেধ নেই। সেক্ষত্রে কীভাবে আপনি এক জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, তা আমি জানি না। মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত এথিক্স কমিটি করতে পারে না, সেই কাজ করে প্রিভিলেজ কমিটি।

তবে এখানেই থেমে থাকেননি তিনি। আচারি আরও জানান, মহুয়ার বিরুদ্ধে অভিযোগ যে তিনি প্রশ্নের বিনিময়ে হীরানন্দানির থেকে নগদ এবং উপহার নিয়েছেন। এটা দুর্নীতির মামলা। এই মামলা দুর্নীতি দমন আইনের আওতায় সিবিআইয়ের তদন্ত করা উচিত।

 

 

 

spot_img

Related articles

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন অবৈধ, পুনর্নির্বাচনের নির্দেশ হাইকোর্টের

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন নিয়ে বড়সড় পর্যবেক্ষণ হাইকোর্টের। চেয়ারম্যান চঞ্চল কুমার খাঁড়ার নির্বাচন পদ্ধতিকে অবৈধ ঘোষণা করল কলকাতা...

ফের রক্তাক্ত কোচবিহার: দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

ফের দুষ্কৃতী দৌরাত্ম্য কোচবিহারে। দিনহাটার (Dinhata) বাড়ি থেকে বেরোতেই গুলি চালানো হয় তৃণমূল নেতা মিঠুন রাজভরকে লক্ষ্য করে।...

টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে গলার নলি কেটে খুনের চেষ্টা! চাঞ্চল্য মালদহে 

সাতসকালে নয়, একেবারে জনবহুল সন্ধ্যার অন্ধকারে ফেরার পথে নৃশংস হামলার শিকার হল এক স্কুলছাত্রী। সোমবার সন্ধ্যায় টিউশন পড়ে...

ক্ষত্রিয় সমাজ কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, বিনিময় করলেন উৎসবের শুভেচ্ছা

উৎসবের মরসুমে শহর যখন আলোর সাজে সেজে উঠেছে, ঠিক তখনই জনসংযোগের চেনা মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...