জল্পেশ ও শীতলা মন্দির সংস্কারে বিরাট অঙ্কের অর্থ বরাদ্দ ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বিভিন্ন তীর্থস্থান মন্দির সংস্কার করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আমলেই এই কাজ শুরু হয়েছে। দক্ষিণেশ্বর মন্দিরের স্কাইওয়াক এখন রীতিমত দ্রষ্টব্য স্থান। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তারাপীঠ মন্দির থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তের সতীপীঠ এবং শক্তিপীঠগুলির সংস্কার করা হচ্ছে। সোমবার, আলিপুরদুয়ারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে জলপাইগুড়ির জল্পেশ মন্দির সংস্কারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি জানান, বানারহাটের শীতলা মন্দির সংস্কার এবং অতিথি নিবাস তৈরির জন্য অর্থ সাহায্য করবে রাজ্য সরকার।

এদিন সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, জল্পেশ মন্দিরের উন্নয়নে পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। একইসঙ্গে বানারহাটে শীতলা মন্দির সংস্কারও সংলগ্ন এলাকায় একটি গেস্ট হাউস তৈরি করতে এক কোটি টাকা দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় উচ্ছ্বসিত স্থানীয়রা।


Previous articleপর পর অটো-বাইকে ধাক্কা বাসের, লেক মলের কাছে দুর্ঘটনা
Next articleকতটা ফিট রোহিত, ইয়ো-ইয়ো টেস্টে কি ফলাফল করেন তিনি? জানালেন, ভারতীয় দলের স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচ