এ যেন গ্যাংস্টার সাংসদ আতিক আহমেদ(Atiq Ahamed) খুনের পুনরাবৃত্তি। তবে দৃশ্যপট কিছুটা আলাদা, উত্তরপ্রদেশের পরিবর্তে এবার বিহার। গ্যাংস্টার ছোটে সরকারকে জেল থেকে আদালতে নিয়ে যাচ্ছিল পুলিশ। আচমকাই সেখানে হাজির দুষ্কৃতী। পুলিশের সামনেই চলল এলোপাথাড়ি গুলি। ঘটনাস্থলেই মৃত্যু হল গ্যাংস্টারের। শুক্রবার দুপুরে রোমহর্ষক ঘটনাটি ঘটেছে বিহারের পাটনা আদালত চত্বরে।

এদিন বিহারের বিউর একটি জেল থেকে খুন-সহ একাধিক মামলায় অভিযুক্ত অভিষেক কুমার ওরফে ছোটে সরকারকে পাটনা আদালত আনছিল পুলিশ। ওই গ্যাংস্টারকে নিয়ে পুলিশ আদালত চত্বরে পৌঁছতেই হঠাৎ হানা দেয় দুষ্কৃতীরা। পুলিশের সামনেই এলোপাথাড়ি গুলি চালায় ওই গ্যাংস্টারকে লক্ষ্য করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছোটে সরকারের। দুই আততায়ীকে ধরে ফেলে পুলিশ (Bihar Police)। ঘটনাস্থল থেকে চারটি বুলেট উদ্ধার হয়েছে। ঠিক কী কারণে এই হামলা এখনও জানা যায়নি। হামলাকারীদের সঙ্গে আততায়ীদের কোনও যোগ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, চলতি বছর এপ্রিল মাসে উত্তরপ্রদেশে গ্যাংস্টার আতিক আহমেদকে এভাবেই প্রকাশ্যে গুলি করে মারে দুষ্কৃতীরা। চারপাশে কড়া পুলিশি নজরদারির মাঝে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে দিতে এগিয়ে চলেছিলেন দুই ‘গ্যাংস্টার’। ঠিক তখনই তাদের মাথা লক্ষ্য করে চলে পর পর গুলি। ঘটনাস্থলেই মৃত্যু হয় গ্যাংস্টার প্রাক্তন সাংসদের। পাটনাতে এবার ঘটল সেই ঘটনার পুনরাবৃত্তি।
