বাংলার দাবি আদায়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে গৈরিকীকরণ নিয়ে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর

রাজ্যের সব টাকা আটকে রেখেছে। একমাত্র রাজ্য বাংলা যাকে কোনও টাকা দেয়নি। ১০০দিনের টাকা, বাংলার বাড়ি, গ্রামীণ রাস্তার টাকা আটকে রেখেছে কেন্দ্র। রবিবার, দিল্লি যাওয়ার আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে তীব্র আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে কেন্দ্রের গৈরিকীকরণের নিশানা করেন তৃণমূল সভানেত্রী।

দিল্লি রওনা হওয়ার আগে মমতা বলেন, ‘‘আজ সন্ধ্যায় আমি পৌঁছব। প্রধানমন্ত্রীর সাথে দেখা করব। ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে। কেন্দ্রের স্কিমের কাজ হয়। তবে সব টাকা ওদের নয়। আমাদের শেয়ার আছে। জিএসটি বাবদ আমাদের থেকে ট্যাক্স তুলে নিয়ে যায়। স্বাস্থ্য দফতরের টাকা বন্ধ করে দিয়েছে।’’ মমতা (Mamata Banerjee) জানান, ’’৩ বার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। বাংলার দাবি আদায়ে অভিষেকরা অনেক আন্দোলন করেছে। আন্দোলনটা দীর্ঘদিন ধরে চলছে। আমি নিজেও ৪৮ ঘণ্টা ধর্না দিয়েছি।’’

এরপরেই কেন্দ্রের গৈরিকীকরণ নিয়ে তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো। তাঁর অভিযোগ, স্বাস্থ্য প্রকল্পে গেরুয়া রং নেই বলে সেই অজুহাতে টাকা আটকে রেখেছে কেন্দ্র।  মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, কেন আমরা গেরুয়া রং করব? যেখানে এরাজ্যের সরকারি রং নীল-সাদা। মমতা বলেন, ’’সেনার বাড়ি গেরুয়া করে দিয়েছে। মানুষের স্বাধীনতা বলে কিছু থাকবে না? কে কী খাবে, কে কী পরবে সব ঠিক করে দেবে। এগুলো নিয়ে আমি কথা বলব৷’’ সিলেবাসে পর্যন্ত যা ইচ্ছে তাই ঢুকিয়ে দিচ্ছে- ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুন: ১০ মিনিটের জন্য হার্টবিট বন্ধ হয়ে গিয়েছিল! কেমন আছেন শ্রেয়স তলপড়ে

মুখ্যমন্ত্রী জানান, সোমবার কয়েক জনের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর। তার মধ্যে সাংবাদিকরাও রয়েছেন। মঙ্গলবার, I.N.D.I.A.-র বৈঠকে যোগ দেবেন মমতা। বুধবার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। তিনি কয়েকজন সাংসদদের নিয়ে যেতে চান। তাঁদের তালিকা পাঠিয়ে দেবেন বলে জানান মমতা।

Previous articleপ্যারা টিচার নিয়োগে ১০ শতাংশ আসন সংরক্ষণে মান্যতা হাইকোর্টের
Next articleব‍্যক্তিগত কারণে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেই ঈশান কিষাণ, জানালো বিসিসিআই