শনিবারের ডার্বির আগে ইস্টবেঙ্গলে মেসির সতীর্থ স্প্যানিশ মিডফিল্ডার

শনিবারের ডার্বির আগে ইস্টবেঙ্গল সই করাল স্প্যানিশ মিডফিল্ডারকে। ভিক্টর ভ্যাজকুয়েজ আক্রমণাত্মক মিডফিল্ডার। লিয়োনেল মেসির সঙ্গে খেলা এই ফুটবলারকে এ বার দেখা যাবে ইস্টবেঙ্গলের হয়ে খেলতে।

বুধবার তাঁর নাম ঘোষণা করেন ইমামি ইস্টবেঙ্গলের তরফে বিভাস বর্ধন আগরওয়াল। তিনি বলেন, ভিক্টরের অভিজ্ঞতা দলের কাজে লাগবে। বড় ক্লাবে খেলা এবং ট্রফি জেতার অভিজ্ঞতা রয়েছে।কোচ কার্লেস কুয়াদ্রত বলেন,বার্সেলোনার ঘরানার ফুটবলার ভিক্টর। মেসি, জেরার্ড পিকে এবং সেস ফেব্রেগাসের সঙ্গে খেলেছে ও। মাঝমাঠে ভিক্টরের ফুটবল শিল্প লাল-হলুদ সমর্থকদের আনন্দ দেবে বলেই আমার বিশ্বাস। বড় ম্যাচে খেলার অভিজ্ঞতাও রয়েছে। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলেছে ভিক্টর। এ বার খেলবে আইএসএলে।ইস্টবেঙ্গলে যোগ দিয়ে ভিক্টর বলেন, দারুণ লাগছে ইস্টবেঙ্গলে যোগ দিয়ে। ক্লাবের ইতিহাসের কথা শুনেছি। কোচের কাছে শুনেছি সমর্থকদের আবেগের কথাও। ভারতীয় ফুটবলে তাই নিজের ছাপ রেখে যেতে চাই।

Previous articleনির্বাচন ঘোষণার আগেই সব বুথে কেন্দ্রীয় বাহিনীর চোখরাঙানি কমিশনের
Next articleপ্রাথমিক শিক্ষকদের তালিকা প্রকাশ পর্ষদের, সাতদিনের মধ্যে নিয়োগের নির্দেশ