রাজ্যে ফিরল শীত! সরস্বতী পুজোয় বৃষ্টির সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস

রাজ্যজুড়ে শীতের (Winter) দাপট অব্যহত। মাঘের ভোরে তাই আবার কেঁপে উঠলেন বাংলার মানুষজন। বাংলা জুড়েই তাপমাত্রার পারদ অনেকটা কমেছে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর (Alipore Weather Office)। একধাক্কায় ২ থেকে ৫ ডিগ্রি কমে গিয়েছে তাপমাত্রা। ফলে শুক্রবার ভোরের দিকে ভালই ঠাণ্ডা অনুভব করা গিয়েছে। যদিও পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠলেও হিমেল হাওয়ার দাপট চোখে পড়ে। তবে এমন আবহাওয়া যে বেশি দিন বজায় থাকবে না বলেও জানা যাচ্ছে।

পাশাপাশি শুক্রবার দ্রুত হাওয়া বদলের ইঙ্গিত দিয়েছে আলিপুর। হাওয়া অফিস জানিয়েছে এবার উধাও হবে শীত। এর মধ্যে আবার বৃষ্টির পূর্বাভাসও রয়েছে দক্ষিণবঙ্গে। সরস্বতী পুজোর দিন বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। ঘূর্ণাবর্তের জেরে বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে ঠান্ডা আর থাকবে না। ধীরে ধীরে গরম বাড়বে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

আগামী সপ্তাহে বুধবার সরস্বতী পুজো। তার মধ্যেই আবহাওয়া বদলে যাবে কার্যত। রাত তো বটেই, দিনেও বেড়ে যাবে তাপমাত্রা। সরস্বতী পুজো ২০ ডিগ্রিতে পৌঁছতে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা।

 

 

 

Previous articleআজকের দিনে কী ঘটেছিল? চলুন দেখে নেওয়া যাক
Next articleজেলে বসেই জয়জয়কার ইমরানের! পাকিস্তানের নির্বাচনে কার্যত ভরাডুবি শরিফ-ভুট্টো