Friday, January 30, 2026

আজ থেকে শুরু উচ্চমাধ্যমিক, পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা (Higher Secondary Examination 2024) শুরু হতে আর কিছু সময় বাকি। গত বছরে তুলনায় এ বছর উচ্চমাধ্যমিকে মোট ১ লক্ষের বেশি পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ৯০ হাজার। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBBHSE) জানিয়েছে বাংলা জুড়ে ছড়িয়ে থাকা ২৩৪১টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। গতবছরের তুলনায় পরীক্ষা শুরুর সময় কিছুটা এগিয়ে এসেছে। পড়ুয়াদের শুভকামনা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) সকলকে ঠান্ডা মাথায় পরীক্ষা দেবার অনুরোধ করেছেন।

টুকলি এবং প্রশ্ন ফাঁস এড়াতে এ বছর একাধিক কড়া পদক্ষেপ করেছে উচ্চমাধ্যমিক সংসদ। পরীক্ষা কেন্দ্রে যদি মোবাইল হাতে কেউ ধরা পড়েন তৎক্ষণাৎ ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে বলে জানানো হয়েছে। তিনি এই বছর আর কোনও পরীক্ষা দিতে পারবেন না। এই পাশাপাশি সেন্টার সেক্রেটারি, সেন্টার-ইন-চার্জ, ভেনু সুপারভাইজ়ার এবং কাউন্সিল নমিনিদের কেউই ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। সেক্ষেত্রে আধিকারিকদের ভেনু সুপারভাইজারের ঘরে ফোন জমা রাখতে হবে।প্রত্যেক পরীক্ষার্থীকে প্রশ্নপত্রের উপরে থাকা সিরিয়াল নম্বর উত্তরপত্রে উল্লেখ করতে হবে। প্রশ্নপত্রে থাকছে কিউআর কোড বা বারকোড। বিভিন্ন এই কোডের ব্যবহার হবে। কোনও পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল করলে সঙ্গে সঙ্গে সেই পরীক্ষার্থী বা কোন জেলা কোন পরীক্ষা কেন্দ্র এবং কোন পরীক্ষার ঘর থেকে সেই প্রশ্নের ছবি উঠেছে, তা সঙ্গে সঙ্গে চিহ্নিত করতে পারবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিলের পাশাপাশি কড়া পদক্ষেপ করা হবে। অন্যান্য বছরের মতো এই বছরও রাজ্য সরকারের তরফ থেকে পরীক্ষার্থীদের জন্য গণপরিবহনে বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে শিয়ালদহ শাখায় বেশকিছু গ্যালোপিং ট্রেন অল স্টপেজ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

spot_img

Related articles

ভোটারদের শুনানি নথি আপলোডে ‘ইচ্ছাকৃত ভুল’ বরদাস্ত নয়, শাস্তি দেবে কমিশন!

এসআইআর হিয়ারিং (SIR hearing) সংক্রান্ত তথ্য আপলোডে যদি কোন ভুল হয় তাহলে শাস্তির মুখে পড়তে হতে পারে ERO...

দিনের বেলায় উধাও শীত, এক ধাক্কায় বাড়ল মহানগরীর তাপমাত্রা!

দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী পারদ। শুক্রবার সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে...

আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মোমো সংস্থার ২, ‘জতুগৃহ’ থেকে উদ্ধার আরও দেহাংশ

আনন্দপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে আগুন (Anandapur Fire) লাগার ঘটনায় বাড়ল গ্রেফতারি। ডেকরেটার্স সংস্থার মালিকের পর এবার 'ওয়াও মোমো'র...

গান্ধীজির মৃত্যুবার্ষিকীতে একতা আর গণতন্ত্রের কথা মনে করালেন মুখ্যমন্ত্রী 

আজ জাতির জনকের মৃত্যুবার্ষিকী (Death Anniversary of Mahatma Gandhi)। মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে সমাজ মাধ্যমে...