Monday, January 12, 2026

সন্দেশখালি পৌঁছে কী শুধুই আত্মতুষ্টি শুভেন্দুর? মিলল না ধর্ষণ শ্লীলতাহানির অভিযোগ

Date:

Share post:

কখনও বাসন্তী হাইওয়ে, কখনও উত্তর চব্বিশ পরগণার রামপুরের গিয়ে শুধুই সন্দেশখালি ‘পৌঁছানোর’ কথা বলেছেন শুভেন্দু অধিকারী। রেশন মামলায় ইডি সন্দেশখালি যাওয়ার পর থেকে বারবার যেভাবে উত্তেজনা ছড়িয়েছে সেখানে, তাতে পরিস্থিতি সামলাতে পুলিশকে ১৪৪ ধারা জারি করতে হয়েছে। একের পর এক প্রশাসনিক পদক্ষেপের পরেও বিজেপি ও বিরোধীরা যে শুধুই সন্দেশখালিতে অশান্তি তৈরি করতে সেখানে পা রাখতে চেয়েছে, তার প্রমাণ মিলল মঙ্গলবার।

প্রথমে স্থানীয় তৃণমূলনেতাদের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ তুলে সরব হয়েছিল বিজেপি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই পরিস্থিতিতে তৃণমূল দলীয় কর্মীদের ওপর ওঠা অভিযোগের ভিত্তিতে তদন্ত করেছে। গ্রেফতার হয়েছেন তৃণমূলনেতা উত্তম সর্দার। তারপরেও বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে প্রতিযোগিতায় নেমে সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেছেন শুভেন্দু। ব্যর্থ হয়ে রাজ্যের মহিলাদের সম্মান নিয়ে খেলায় মেতেছিলেন বিরোধীদলগুলির সঙ্গে। তবে মুখ্যমন্ত্রী সেই বিষয়েও পুলিশকে স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের নির্দেশ দেন। পুলিশ সন্দেশখালির অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণের ধারা যোগ করে এবং আরেক তৃণমূলনেতা শিবপ্রসাদ হাজরাকেও গ্রেফতার করা হয়।

বারবার রাজ্যকে প্যাঁচে ফেলার পরিকল্পনা বিফলে যাওয়ায় কেন্দ্র থেকে কমিশন এনে এমনকি রাজ্যপালকেও ইন্ধন দিয়ে সন্দেশখালি পাঠান শুভেন্দু অধিকারী। অবশেষে মঙ্গলবার সেই মাটিতে পা রেখে তিনি যা করলেন তা যে নিছক ভোটের ময়দানে ফায়দা তোলা তা আর অপ্রকাশিত থাকল না। যেন পুলিশকে নাস্তানাবুদ করে সন্দেশখালি পৌঁছানোই ছিল বিজেপির মূল লক্ষ্য, সাধারণ মানুষের কথা শোনা নয়। সেখানে পৌঁছে বিজেপিকর্মীদের বেছে রাখা কয়েকটি বাড়িতে ‘পায়ের ধুলো’ দিলেন।

তবে এতকিছু করেও প্রকাশ্যে কোনও ধর্ষণের অভিযোগ আনতে পারলেন না শুভেন্দু অধিকারী। রাজ্যকে কালিমালিপ্ত করার যে খেলা তিনি শুরু করেছিলেন সন্দেশখালির মানুষ সেটা শেষ করলেন। সাধারণ মানুষ তাঁকে দেখে বেরিয়ে এলেন না। উল্টে পুলিশি নিরাপত্তার খাতিরে দিন আনা দিন খাওয়া মানুষগুলোর সারাদিনের কাজ চৌপাট হল। সাধারণ মানুষ প্রমাণ করলেন তাঁদের নিয়ে রাজনীতি করার খেলায় তাঁরা নেই।

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...