Friday, January 30, 2026

উস্কানি সন্দেশখালিতে, ‘গো ব্যাক’ পোস্টারে ফাঁস বহিরাগত চক্রান্ত

Date:

Share post:

রাজ্য সরকার থেকে স্থানীয় প্রশাসন, বারবার সন্দেশখালির স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শুনে পদক্ষেপ নেওয়ার ছবিই দেখা গিয়েছে। মানুষের অভিযোগ নথিবদ্ধ করে শুরু হয়েছে অসন্তোষ মেটানোও। এই পরিস্থিতিতে রাজ্যের দুই মন্ত্রী সন্দেশখালি গেলে তৃতীয় দিনে হঠাৎ মহিলাদের হাতে ‘গো ব্যাক’ (Go Back) লেখা পোস্টার দেখা যায়। তবে আশ্চর্যজনকভাবে দোষীদের শাস্তির দাবি ছাড়া আর কোনও দাবি তাঁদের মুখে শোনা যায়নি। তৃণমূলের অভিযোগ একই হাতের লেখায়, একই ভঙ্গিতে লেখা ওইসব পোস্টার বাইরে থেকে জোর করে গ্রামের মহিলাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে।

জমি ও প্রাপ্য টাকা না দেওয়ার সন্দেশখালির স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ শুরু হতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে প্রশাসন। একদিকে ক্যাম্প খুলে অভিযোগ জমা নেওয়া শুরু হয়। অন্যদিকে সাধারণ মানুষকে আইন হাতে না তুলে নেওয়ার অনুরোধ করতে থাকে পুলিশ। পুলিশের নিরাপত্তার আশ্বাসে গ্রামের মানুষও বারবার জানান তাঁরা প্রশাসনের ওপর ভরসা রাখছেন। অন্যদিকে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসু, বীরবাহা হাঁসদা প্রথম দিন যখন সেখানে যান সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অভিযোগ জানান তাঁদের। শনিবার মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসুর কাছে গ্রামের পুরুষ ও মহিলারা অভিযোগ জানান।

এরপরই রবিবার দুই মন্ত্রী সন্দেশখালি পৌঁছালে দেখা যায়, বিক্ষোভে নামা মহিলাদের হাতে গো ব্যাক সুজিত বসু – লেখা পোস্টার। পুলিশ এসে তাঁদের ১৪৪ ধারা মেনে ফিরে যেতে বললে তাঁরা বারবার শেখ সিরাজের গ্রেফতারির দাবি জানান। কিন্তু মন্ত্রীদের ফিরে যেতে বলতে শোনা যায়নি কাউকে। এরপরই এই বিক্ষোভ প্রদর্শনকে সংগঠিত দলের কাজ বলে দাবি তৃণমূলের। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, ‘মা বোনেরা বিক্ষোভ দেখাচ্ছেন, সরকারের মন্ত্রীরা সেটা শুনতে যাচ্ছেন। তখন যখন দেখা যায় যে সেই মন্ত্রীর নামে ‘গো ব্যাক’ পোস্টার তাহলে তাঁরা চাইছেন কী? একই ধরনের পোস্টার? তার মানে পিছন থেকে কোনও অর্গানাইজড ফোর্স (organised force) যারা মদত দিচ্ছে নানা ভাবে তারা সাজিয়ে দিচ্ছে। মন্ত্রী যেন না যায়, সুরাহা যেন না হয়।’

spot_img

Related articles

অঙ্কের ভয় কাটাতে নয়া উদ্যোগ, বসিরহাটে সীমান্তবর্তী স্কুলে চালু ‘ম্যাথমেটিক্স ল্যাবরেটরি’

অঙ্কের প্রতি ভয়কে দূর করতে নয়া পদক্ষেপ নিল বসিরহাটের সীমান্তবর্তী কাটিয়াহাট বিকেএপি ইনস্টিটিউশন। বসিরহাট মহকুমায় এই প্রথম কোনও...

ছুটির খাতায় নতুন কলাম: সরকারি দফতরেও ‘মেন্সট্রুয়েশন লিভ’ স্বীকৃত

অফিসের হাজিরা খাতায় এখন আর শুধু ক্যাজুয়াল বা সিক লিভ নয়, সসম্মানে জায়গা করে নিয়েছে 'মেন্সট্রুয়েশন লিভ' (Menstruation...

DGP নিয়োগ নিয়ে দায়ের করা সব মামলা প্রত্যাহার IPS রাজেশ কুমারের

পশ্চিমবঙ্গে DGP নিয়ে দায়ের করা সব মামলা প্রত্যাহার করলেন IPS রাজেশ কুমার। রাজ্য পুলিশের DG নিয়ে CAT-এর সমস্ত...

শেষ ম্যাচেও পুরো পয়েন্ট অধরা, গ্রুপ শীর্ষে থেকেই কোয়ার্টারে বাংলা

সন্তোষ ট্রফিতে(Santosh Trophy )অসমের বিরুদ্ধে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করল বাংলা(Bengal)। প্রথমার্ধে আকাশ হেমরমের...