Tuesday, December 30, 2025

উস্কানি সন্দেশখালিতে, ‘গো ব্যাক’ পোস্টারে ফাঁস বহিরাগত চক্রান্ত

Date:

Share post:

রাজ্য সরকার থেকে স্থানীয় প্রশাসন, বারবার সন্দেশখালির স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শুনে পদক্ষেপ নেওয়ার ছবিই দেখা গিয়েছে। মানুষের অভিযোগ নথিবদ্ধ করে শুরু হয়েছে অসন্তোষ মেটানোও। এই পরিস্থিতিতে রাজ্যের দুই মন্ত্রী সন্দেশখালি গেলে তৃতীয় দিনে হঠাৎ মহিলাদের হাতে ‘গো ব্যাক’ (Go Back) লেখা পোস্টার দেখা যায়। তবে আশ্চর্যজনকভাবে দোষীদের শাস্তির দাবি ছাড়া আর কোনও দাবি তাঁদের মুখে শোনা যায়নি। তৃণমূলের অভিযোগ একই হাতের লেখায়, একই ভঙ্গিতে লেখা ওইসব পোস্টার বাইরে থেকে জোর করে গ্রামের মহিলাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে।

জমি ও প্রাপ্য টাকা না দেওয়ার সন্দেশখালির স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ শুরু হতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে প্রশাসন। একদিকে ক্যাম্প খুলে অভিযোগ জমা নেওয়া শুরু হয়। অন্যদিকে সাধারণ মানুষকে আইন হাতে না তুলে নেওয়ার অনুরোধ করতে থাকে পুলিশ। পুলিশের নিরাপত্তার আশ্বাসে গ্রামের মানুষও বারবার জানান তাঁরা প্রশাসনের ওপর ভরসা রাখছেন। অন্যদিকে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসু, বীরবাহা হাঁসদা প্রথম দিন যখন সেখানে যান সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অভিযোগ জানান তাঁদের। শনিবার মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসুর কাছে গ্রামের পুরুষ ও মহিলারা অভিযোগ জানান।

এরপরই রবিবার দুই মন্ত্রী সন্দেশখালি পৌঁছালে দেখা যায়, বিক্ষোভে নামা মহিলাদের হাতে গো ব্যাক সুজিত বসু – লেখা পোস্টার। পুলিশ এসে তাঁদের ১৪৪ ধারা মেনে ফিরে যেতে বললে তাঁরা বারবার শেখ সিরাজের গ্রেফতারির দাবি জানান। কিন্তু মন্ত্রীদের ফিরে যেতে বলতে শোনা যায়নি কাউকে। এরপরই এই বিক্ষোভ প্রদর্শনকে সংগঠিত দলের কাজ বলে দাবি তৃণমূলের। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, ‘মা বোনেরা বিক্ষোভ দেখাচ্ছেন, সরকারের মন্ত্রীরা সেটা শুনতে যাচ্ছেন। তখন যখন দেখা যায় যে সেই মন্ত্রীর নামে ‘গো ব্যাক’ পোস্টার তাহলে তাঁরা চাইছেন কী? একই ধরনের পোস্টার? তার মানে পিছন থেকে কোনও অর্গানাইজড ফোর্স (organised force) যারা মদত দিচ্ছে নানা ভাবে তারা সাজিয়ে দিচ্ছে। মন্ত্রী যেন না যায়, সুরাহা যেন না হয়।’

spot_img

Related articles

পহেলগাম হামলা-দিল্লি বিস্ফোরণ কি আপনারা করলেন?: নাম না করে ‘দুর্যোধন-দুঃশাসন’ মোদি-শাহকে তীব্র আক্রমণ মমতার

”ভোট এলেই দুর্যোধন, দুঃশাসনরা আসেন”- নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফরকে তীব্র আক্রমণ তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

প্রয়াণেও মুছল না বিতর্ক, দুর্নীতির ছায়া বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর সম্পত্তিতে

দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াই শেষে প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল...

খুনের মামলায় জেলখাটা আসামির কাছে জেলের কথা শুনতে হবে? স্বরাষ্ট্রমন্ত্রীকে তোপ কুণালের

বাংলার নির্বাচনের (West Bengal assembly election) কথা মাথায় রেখে তিনদিনের সফরে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit...

শাকিব-তামিমদের উত্থানে জড়িয়ে আছেন খালেদাও, ম্যাচ স্থগিত বাংলাদেশে

৮০ বছর বয়সে  প্রয়াত হয়েছেন বাংলাদেশের(Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া (Khaleda Zia)। তাঁর আমলের কর্মকাণ্ড নিয়ে বিতর্ক ছিল,...