Saturday, May 3, 2025

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে ফের অশান্ত মন্দিরবাজার! গুলিবিদ্ধ ১

Date:

Share post:

লোকসভা ভোট (Loksabha Election) যত এগিয়ে আসছে বিজেপির (BJP) রাজনৈতিক দেউলিয়াপনার ছবি আরও প্রকট হচ্ছে। বুধবার বিজেপির গোষ্ঠী সংঘর্ষে ফের অশান্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগণার মন্দিরবাজার (Mandirbazar)। বুধবার ভোরে দুই গোষ্ঠীর সংঘর্ষে নতুন করে অশান্তি ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনা এমন পর্যায়ে পৌঁছয় যে বোমাবাজি থেকে গুলি ছোঁড়া বাদ যায়নি কিছুই। স্থানীয় সূত্রে খবর, এদিন বিজেপি সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে বিজেপির অপর এক গোষ্ঠী। ওঠে গুলি চালনোর অভিযোগও। দুর্ঘটনায় এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর। আর এরপরই বিজেপি সমর্থকরা বিনা কারণে তাঁদের উপর দায় চাপিয়ে পাল্টা স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের উপর হামলা করে। যদিও তৃণমূল তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছে। তৃণমূল সমর্থকদের অভিযোগ, ইচ্ছে করে লোকসভা ভোটের আগে রাজ্যকে অশান্ত করতে চাইছে বিজেপি। গোষ্ঠীদ্বন্দ্বের গল্প সামনে আসতেই তৃণমূল (TMC) সমর্থকদের উপর হামলা চালায় তারা।

গত বছরের ডিসেম্বরেই পারিবারিক বিবাদকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে দক্ষিণ চব্বিশ পরগণার মন্দিরবাজার। পরে পুলিশি হস্তক্ষেপে সেই পরিস্থিতি আপাতত শান্ত থাকলেও বুধবার সকাল থেকে ফের অশান্ত হয়ে ওঠে মন্দিরবাজার। এদিন ভোররাতে ফের বোমার আওয়াজে কেঁপে ওঠে গ্রাম। তৃণমূলের অভিযোগ বিজেপির গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা। তবে এদিন গোষ্ঠীদ্বন্দ্বের কারণে দুই যুবক আহত হয়েছেন বলে খবর। তাঁদের ডায়মন্ড হারবার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, আহত দুই যুবকের নাম এরাদ আলি মোল্লা এবং সায়রাজ মোল্লা। সায়রাজের শরীরে গুলি লাগে বলে জানা গিয়েছে। ঘটনায় ইতিমধ্যেই এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি গ্রামের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

 

 

 

 

spot_img
spot_img

Related articles

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...