Wednesday, January 14, 2026

অনুপ্রবেশ আটকাতে ব্যর্থ অমিত শাহ, শুভেন্দু প্রকৃত শরণার্থী! স্বরাষ্ট্রমন্ত্রীকে মোক্ষম জবাব কুণালের

Date:

Share post:

বৃহস্পতিবার একটি সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ অভিযোগ তুলে বলেন, বাংলায় অনুপ্রবেশ চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, কাকে শরণার্থী বলে আর কাকে অনুপ্রবেশকারী। অমিত শাহকে পাল্টা দিয়েছে তৃণমূলও। সীমান্ত পাহারায় নিযুক্ত, শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বিএসএফ ব্যর্থ বলেই স্বরাষ্ট্রমন্ত্রী বিভ্রান্তিকর কথা বলছেন বলে আক্রমণ শানিয়েছে রাজ্যের শাসকদল।

তৃণমূলের তরফে কুণাল ঘোষ বলেন, “সীমান্ত পাহারা দেয় বিএসএফ। যা অমিত শাহের মন্ত্রকের অধীন। তাই কোনওরকম অনুপ্রবেশ হয়ে থাকলে তার দায় অমিত শাহের। তাঁর বিএসএফ ব্যর্থ বলেই এখন উল্টো কথা বলছেন। ধর্মীয় বিভাজনের রাজনীতি করছেন। সীমান্ত রক্ষা করার দায়িত্ব তো রাজ্য পুলিশের নয়। আসলে অমিত শাহ ব্যর্থ। সেই ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করুন উনি।”

সিএএ-তে বলা হয়েছে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এ ভারতে আশ্রয় চান, তা হলে তা দেবে ভারত। কিন্তু সিএএ-তে হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হলেও সেখানে মুসলিম সম্প্রদায়ভুক্তদের কথা উল্লেখ করা হয়নি। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে কুণাল বলেন, “ধর্মীয় উৎপীড়ন হলে তা সর্বত্র নিন্দনীয়। কোথাও হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, কোথাও অন্য ধর্মের উপর অত্যাচার হচ্ছে। হিন্দু ছাড়ার আশেপাশের অনেক দেশে অন্য ধর্মের মানুষরাই নিপীড়নের শিকার। এটাকে মানবিকতার আঙ্গিকে দেখতে হবে। এই প্রশ্ন তুললেই বিজেপি আবার বলছে তোষণের রাজনীতি!”

এদিন অমিত শাহের “অনুপ্রবেশ” ও “শরণার্থী” মন্তব্যকে হাতিয়ার করে শুভেন্দুও খোঁচা দেন কুণাল। বললেন, “শুভেন্দু হল আসল শরণার্থী। যাকে নারদার ভিডিও দেখিয়ে চোর বলেছিল অমিত শাহের দল বিজেপি। সিবিআই এফআইআর করেছিল। কিন্তু বিজেপিকে স্মরণ করে শরণার্থী হয়েছে।” পাশাপাশি কুণাল ফের বলেন,
বিজেপির যে জন প্রতিনিধিরা সিএএ’র আবেদন করবেন আগে তাঁদের পদ থেকে সরাতে হবে। কারণ সিএএ’র প্রাথমিক শর্তই হল, যিনি নাগরিক নন, তাঁকে নাগরিকত্ব প্রদান। সেই হিসেবে যিনি নাগরিক নন তিনি জনপ্রতিনিধি হবেন কী করে?”

আরও পড়ুন – কথা রাখেনি দল! ‘প্রতিশ্রুতিভঙ্গের’ অভিযোগে বিজেপির বিরুদ্ধেই ‘যুদ্ধ ঘোষণা’ কর্নাটকের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর

spot_img

Related articles

অনূর্ধ্ব ১৯ দলে থাকলেও আগামীতে যুব বিশ্বকাপ খেলতে পারবেন না বৈভব

বৃহ্স্পতিবার থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ(U19 World cup)। আয়ূষ মাত্রের নেতৃত্বে ভারতীয় দল খেললেও আর্কষণের কেন্দ্রবিন্দুতে সেই...

ফের SIR আতঙ্কে আত্মহত্যার অভিযোগ!

ফের রাজ্যে SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ! রাজ্যে SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই অনেকে আতঙ্কে মারা যাচ্ছেন আবার...

বাঙালিদের ধরে মার-খুন, সেই মহারাষ্ট্রেই বিজেপির সভা ভরাতে বাঙালি পরিযায়ীরাই ভরসা!

সম্প্রতি মহারাষ্ট্র থেকে একটি নৃশংস ঘটনা উঠে এসেছে, যেখানে নৃশংসভাবে পিটিয়ে মারা হয় বাংলার এক পরিযায়ী শ্রমিককে। শুধুমাত্র...

আইপ্যাকে ED-হানা: হাই কোর্টে তৃণমূলের মামলার নিষ্পত্তি, ইডির মামলার শুনানি মুলতুবি

আইপ্যাকের অফিসে ইডির হানা নিয়ে তৃণমূলের দায়ের করা মামলার নিষ্পত্তি করে দিল কলকাতা হাই কোর্ট। তৃণমূলের (TMC) অভিযোগ...